চোট পেয়েও ব্যাটিংয় করতে প্রস্তুত ক্রিস ওকস! জানালেন জো রুট

“ওকস বেশ ভালো চোট পেয়েছেন, কিন্তু দলের জন্য তার আত্মত্যাগের মানসিকতা অসাধারণ। ও যদি ব্যাটিং করতে নামেও, আমি অবাক হব না।

August 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.৩২: ইংল্যান্ড সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচে দারুণ নাটকীয়তায় জমে উঠেছে ভারত ও ইংল্যান্ডের লড়াই(India vs Englan)। ম্যাচের চতুর্থ দিনে ইংল্যান্ড যখন জয়ের একদম কাছে , তখনই ভারতের বোলাররা ফিরিয়ে এনে দেন ম্যাচে নতুন প্রাণ। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার আগুনঝরা বোলিংয়ে হঠাৎ করেই বিপাকে পড়ে ইংল্যান্ড, চা-বিরতির পরপরই দ্রুত উইকেট হারিয়ে বসে হ্যারি ব্রুক ও জো রুটরা।

চোট পেয়ে ম্যাচের বাইরে থাকা ক্রিস ওকসকে(Chris Woakes)নিয়ে ম্যাচে তৈরি হয় অনিশ্চয়তা। প্রথম দিনের খেলা চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে কাঁধে গুরুতর চোট পান ওকস। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দ্বিতীয় দিনের শুরুতে জানিয়েছিল, ওকস আর এই ম্যাচে অংশ নেবেন না এবং সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন তিনি।

তবে ম্যাচের মধ্যে একাধিক দৃশ্য পাল্টাতেই থাকে। ইংল্যান্ডের এখন জয় পেতে হলে প্রয়োজন আর মাত্র ৩৫ রান। এই অবস্থায় ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে জো রুট বলেন, “ওকস বেশ ভালো চোট পেয়েছেন, কিন্তু দলের জন্য তার আত্মত্যাগের মানসিকতা অসাধারণ। ও যদি ব্যাটিং করতে নামেও, আমি অবাক হব না। ইংল্যান্ডের জার্সি ওর কাছে অনেক বড় ব্যাপার।”

রুট আরও বলেন, “ঋষভ পন্থ যেমন আগের টেস্টগুলোতে চোট নিয়েও মাঠে নেমেছিলেন, ওকসও তেমনভাবে প্রস্তুত। আশা করি তাঁকে ব্যাটিং করতে হবে না, তবে যদি হয়, আমি নিশ্চিত, সে সব উজাড় করে দেবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen