কলকাতায় অসহায় মানুষের মর্যাদাপূর্ণ শেষকৃত্যে ‘সম্মান সমাধি’ পরিষেবা, উদ্যোগে ক্রিশ্চিয়ান বেরিয়াল বোর্ড

October 31, 2025 | 2 min read
Authored By: author Manas Modak
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫৬:  শহরে আর্থিকভাবে অসহায় মানুষের মরদেহ সৎকারে নতুন উদ্যোগ নিল ক্রিশ্চিয়ান বেরিয়াল বোর্ড (Christian Burial Board)। বৃহস্পতিবার লোয়ার সার্কুলার রোড (Lower Circular Road) সমাধিক্ষেত্রে উদ্বোধন হলো ‘Dignity Burials’ বা ‘সম্মান সমাধি’ পরিষেবা। লক্ষ্য একটাই, যাঁরা শেষকৃত্যের খরচ বহন করতে পারেন না, তাঁদেরও যেন সম্মানের সঙ্গে শেষযাত্রা সম্পন্ন হয়।

সমাধিক্ষেত্রের আলাদা একটি অংশ এই পরিষেবার জন্য নির্দিষ্ট করা হয়েছে। শেষকৃত্যের সব খরচই বহন করবে বোর্ড। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay) উপস্থিত ছিলেন। তিনি ঘোষণা করেন, সমাধিক্ষেত্রের উন্নয়নে তাঁর সাংসদ তহবিল থেকে ২০ লক্ষ টাকা দেওয়া হবে। মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটি-র (Mother Teresa’s Missionaries of Charity) দুই সিস্টার ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাদার মলয় ডি’কোস্টা (Father Malay D’Costa) এবং সাংসদ ডেরেক ও’ ব্রায়েন (Derek O’Brien)।

ক্রিশ্চিয়ান বেরিয়াল বোর্ডের ডেনিস স্মিথ বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের সহমর্মিতাকে আরও বিস্তৃত করতে চাই, মিশনারিজ অফ চ্যারিটি-র ঘরগুলিতে যেসব অসহায় মানুষ জীবনের শেষ দিনগুলি কাটান, তাঁরাও যাতে সম্মান, শান্তি ও শ্রদ্ধার সঙ্গে চিরনিদ্রায় যেতে পারেন।” বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ শুধু একটি সমাধিক্ষেত্র নির্মাণ নয়, এটি একটি মানবিক অঙ্গীকার, সমাজের সেবায় সহমর্মিতা, সম্মান ও মূল্যবোধকে সর্বাগ্রে রাখা।

আগামী বছর টালিগঞ্জ সমাধিক্ষেত্রেও খুলবে দ্বিতীয় ‘ডিগনিটি বেরিয়াল’ পরিষেবা। জানানো হয়েছে, মানবিকতা ও সহমর্মিতাকে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের প্রতিশ্রুতি। কী ভাবে যোগাযোগ করা যাবে? এই প্রশ্ন জানতে চাওয়া হলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে ফাদার সন্দীপ মাইকেল বিশ্বাসের সঙ্গে, যিনি CBB-র সদস্য। নম্বরটি হল- ৯০৩৮০৯৪০০৪। ইমেল: mchlbsws@gmail.com। এই মানবিক উদ্যোগ আগামী দিনে আরও বিস্তৃত হবে বলেই আশাবাদী আয়োজকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen