বিজেপি শাসিত রাজ্যে বাড়ছে খ্রিস্টান নিগ্রহ! মোদী-শাহের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ তৃণমূল সাংসদের

December 24, 2025 | 2 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৫: বিজেপি শাসিত রাজ্যে ক্রমশ বাড়ছে খ্রিস্টানদের ওপর অত্যাচার। বড়দিনের আগে দেশের একাধিক রাজ্যে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করল দেশের ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ সংগঠন ‘ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া’ (CBCI)। শান্তিপূর্ণ ক্যারল গায়কদের ওপর হামলার ঘটনা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)।

উৎসবের মরশুমে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষত বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিতে একের পর এক হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের (Christian community) মধ্যে। CBCI-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ক্যারল গায়কদের ওপর এই ধরনের হামলা সংবিধান প্রদত্ত ধর্মাচরণের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সংগঠনের মতে, এই ঘটনাগুলি কেবল উৎসবের আনন্দে ব্যাঘাত ঘটাচ্ছে না, বরং মানুষের নির্ভয়ে বেঁচে থাকা এবং উপাসনা (Peaceful Worship) করার মৌলিক অধিকারকেও খর্ব করছে।

সংগঠনের সবথেকে বড় আপত্তির বিষয় হলো এতগুলি রাজ্যে হিংসাত্মক ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন্দ্রীয় সরকারের রহস্যজনক নীরবতা। মধ্যপ্রদেশের বিজেপি নেত্রী অঞ্জু ভার্গভের (Anju Bhargav) মতো নেত্রীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে তাঁদের অপসারণের দাবি জানিয়েছে সিবিসিআই। সংগঠনের দাবি, যে সমস্ত রাজ্যে এই ঘটনাগুলি ঘটেছে, সেখানে রাজ্য সরকারগুলির পাশাপাশি কেন্দ্রের সরকারকেও অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে। বড়দিনের এই পবিত্র উৎসবে মানুষ যাতে নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারে, তার পূর্ণ দায়িত্ব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে, চলতি সপ্তাহের শুরুতে বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিতে এই হামলার ঘটনার পরেও কেন্দ্রের তরফে কোনও বিবৃতি না আসায় ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি অভিযোগ করেন, রাজ্যগুলির প্রশাসন যেমন নিষ্ক্রিয়, তেমনই কেন্দ্রও মুখে কুলুপ এঁটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) সরাসরি নিশানা করে ডেরেক বলেন, “বড়দিনের মরশুমে এই ধরনের ঘটনায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের নীরবতা কি আপনাদের বধিরতাকেই প্রমাণ করে না?” তিনি আরও তীব্র ভর্ৎসনা করে বলেন, “আপনি ও আপনাদের মতো লোকেদের ধিক্কার।”

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen