Christmas 2025: ইকো পার্ক নাকি চিড়িয়াখানা, বড়দিনের ভিড় টানতে প্রথম হল কে?

December 26, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১০: পার্কস্ট্রিট থেকে বো ব্যারাক্‌স বড়দিনে ভিড় উপচে পড়েছিল গোটা কলকাতায়। জমজমাট ছিল শহরের পথঘাট। তিল ধারণেরও জায়গা ছিল না নিক্কো পার্ক, ইকো পার্ক, ভিক্টোরিয়া, সায়েন্স সিটির মতো জায়গাগুলিতে। ভিড়ের নিরিখে কে কাকে ঠেক্কা দিল?

পরিসংখ্যান বলছে, বড়দিনে ইকো পার্কে মোট ৫০,৭০০ জন গিয়েছিলেন। কলকাতার জনপ্রিয় বেড়ানোর জায়গাগুলির মধ্যে আর কোথাও এত ভিড় হয়নি। প্রতি দিন সকাল ১১টায় খোলে ইকো পার্ক। সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রবেশের টিকিট কাটা যায়। বন্ধ হয় সাড়ে ৭টায়। ওই সময়ের মধ্যে বৃহস্পতিবার প্রায় সাড়ে পঞ্চাশ হাজার মানুষের পা পড়েছে সেখানে।

ভিড়ের নিরিখে দ্বিতীয় কলকাতায় আলিপুর চিড়িয়াখানা। বড়দিনে সেখানে গিয়েছিলেন ৪৪,৬৫৪ জন। সাধারণত বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ রাখা হয়। বড়দিন বৃহস্পতিবার হওয়ায় তা বন্ধ ছিল না। ভিক্টোরিয়াতেও এদিন ভিড় জমেছিল। তবে নিয়ম মেনে, ভিক্টোরিয়ার ভিতরের জাদুঘর বৃহস্পতিবার খোলা ছিল না। বাইরের বাগানটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। সারা দিনে সেখানে ভিড় করেছিলেন ৩৪,১৫১ জন। সায়েন্স সিটিতে বড়দিনে ভিড় করেছিলেন ২২,৩১৬ জন। জাদুঘরে ভিড় করেছিলেন ৭৯৭৯ জন।

নিক্কোপার্কে সারা দিনে প্রায় পাঁচ হাজার মানুষ গিয়েছেন। নিউ টাউনের হরিণালয় দেখতেও ভিড় করেছিলেন অনেকে। সেখানে পরিসংখ্যান ৪৯৭৮। সেন্ট পল্‌স ক্যাথিড্রাল-সহ বিভিন্ন গির্জায় বহু মানুষ গিয়েছিলেন। বড়দিন উপলক্ষ্যে শহরের গির্জাগুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সব মিলিয়ে আনন্দে বড়দিন উদযাপন মেতেছিল তিলোত্তমা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen