Christmas 2025: বড়দিনে ব্লু ও গ্রিন লাইনে বেশি রাত অবধি মিলবে মেট্রো

December 23, 2025 | 2 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: বড়দিন উপলক্ষ্যে বড় ঘোষণা কলকাতা মেট্রোর (Kolkata Metro)। আগামী ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার অর্থাৎ বড়দিনের দিন বেশি রাত অবধি মিলবে মেট্রো পরিষেবা। সোমবার বিজ্ঞপ্তি জারি করেছে, কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বড়দিনে ব্লু ও গ্রিন লাইনে রাত প্রায় সাড়ে ১০ টা পর্যন্ত চলবে মেট্রো। বড়দিনে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নামেন, পরিবার নিয়ে বেড়াতে যান। জনসমাগমের কথা মাথায় রেখেই ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বেশি রাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মৌলালী, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন ইত্যাদি চত্বরে বিপুল জনসমাগম হয় বড়দিনে। আলোয় সাজানো বিভিন্ন গির্জা দেখতে যান অনেকে। রাস্তায় উৎসবমুখী জনতার ঢল নামে। আম জনতার সুবিধার কথা মাথায় রেখে বাড়তি পরিষেবার সিদ্ধান্ত নিয়ে মেট্রো কর্তৃপক্ষের। কলকাতা মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়দিনে ব্লু লাইনে ২৭২ টির বদলে ২২৪টি মেট্রো চলবে। প্রতি ৭ মিনিট অন্তর পাওয়া যাবে পরিষেবা। গ্রিন লাইনে চলবে ২০১টি মেট্রো। ৬ মিনিট পরপর মেট্রো পাবেন যাত্রীরা।

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে দিনের প্রথম মেট্রোর সূচিতে বিশেষ কোনও বদল নেই। ডাউনে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ৬টা ৫৪-র বদলে বড়দিনে পাওয়া যাবে ৬টা ৫০-এ। দিনের শেষ মেট্রোর সময়সূচি বদল রয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটের পরিবর্তে রাত ১০টা ২৩ মিনিটে ছাড়বে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো রাত ৯টা ৩৩-র বদলে রাত ১০টা ২০ মিনিটে ছাড়বে। রাত সাড়ে ১০টায় শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত মেট্রো রাতে পাওয়া যাবে।

গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩৯ মিনিটে। ফিরতি পথের দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৪৫এ। রাত ৯টা ৫৫মিনিটে দুই প্রান্তিক স্টেশন থেকে দিনের শেষ মেট্রো পাওয়া যাবে। হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত শেষ মেট্রো রাত ১০টা ১৩ মিনিটের বদলে ১০টা ২০ মিনিটে মিলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen