CIA আধিকারিকের বিস্ফোরক দাবি! পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাণ্ডারের দায়িত্ব সামলেছিল আমেরিকা

October 25, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৭:  প্রাক্তন সিআইএ অফিসার জন কিরিয়াকুর বিস্ফোরক দাবি ঘিরে নতুন করে আলোড়ন উঠেছে আন্তর্জাতিক মহলে। ভারতের সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকা মূলত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে “কিনে নিয়েছিল”, বিপুল পরিমাণ অর্থসাহায্যের মাধ্যমে। তাঁর অভিযোগ, ওয়াশিংটনের হাতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রণও তুলে দিয়েছিলেন মুশাররফ।

কিরিয়াকুর বক্তব্য অনুযায়ী, “আমাদের সম্পর্ক মুশাররফ সরকারের সঙ্গে ছিল খুবই ঘনিষ্ঠ। যুক্তরাষ্ট্র একনায়কদের সঙ্গে কাজ করতে ভালোবাসে— কারণ সেখানে গণমত বা সংবাদমাধ্যম নিয়ে মাথা ঘামাতে হয় না। আমরা কার্যত মুশাররফকে কিনে নিয়েছিলাম।” তিনি জানান, আমেরিকা “মিলিয়ন-আফটার-মিলিয়ন ডলার” সাহায্য দিয়েছে পাকিস্তানকে— সামরিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই।

আরও বিস্ফোরক দাবি করেন কিরিয়াকু, ২০০২ সালে পাকিস্তানে কর্মরত থাকাকালীন তিনি শুনেছিলেন, “মুশাররফ ভয় পেয়েছিলেন যে পারমাণবিক অস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে যেতে পারে। তাই তিনি নাকি সেই অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রণ পেন্টাগনের হাতে তুলে দেন।”

তিনি আরও বলেন, মুশাররফ দ্বৈত খেলা খেলছিলেন— একদিকে আমেরিকার সঙ্গে সন্ত্রাস দমনে সহযোগিতা দেখাচ্ছিলেন, অন্যদিকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন। “সেই সময় ভারত-পাকিস্তান যুদ্ধের মুখে ছিল। পার্লামেন্টে হামলার ঘটনাও তখন ঘটে,” জানান কিরিয়াকু।

প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো সম্পর্কেও তাঁর বক্তব্য তীব্র সমালোচনার। দুবাইয়ে নির্বাসিত অবস্থায় “৫ মিলিয়ন ডলারের প্রাসাদে রাজকীয় জীবনযাপন” করতেন ভুট্টো, অভিযোগ করেন কিরিয়াকু। “তাঁর স্বামী আসিফ আলি জারদারির একাধিক বেন্টলি গাড়ির সংগ্রহ ছিল। এমন বিলাসিতা দেখে লজ্জা পাওয়া উচিত তাঁদের,” কটাক্ষ তাঁর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen