শিল্পাঞ্চলে কয়লা চুরি রুখতে অভিনব পন্থা সিআইডির, প্রযুক্তি ঠেকাবে লুট

কোন এলাকায় কত চুরি চুরি হয়েছে, ইসিএলের পক্ষ থেকে সেই সংক্রান্ত তথ্য পেয়েছে সিআইডি। সেইসব তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করা হয়েছে। ঘুম উড়েছে চুরি চোরাকারবারিদের।

July 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

শিল্পাঞ্চলে কয়লা চুরি ঠেকাতে অভিনব পন্থা নিল সিআইডি। প্রযুক্তির সাহায্য নিয়েই কয়লা চুরি রুখবে সিআইডি। বৃহস্পতিবার ২১ জুলাই অণ্ডাল থানার এলাকার সাতটি অবৈধ কয়লা খাদান এলাকায় পৌঁছে গিয়েছিল সিআইডির একটি বিশেষ দল। হাইডেফিনেশন ক্যামেরা যুক্ত ড্রোনের সাহায্যে অবৈধ খাদানগুলির ছবি ও ভিডিওগ্রাফি সংগ্রহ করে তারা। প্রযুক্তির সাহায্য নিয়ে খাদানগুলির আয়তন পরিমাপ করে ওই দল। একাধিক অবৈধ খাদানে বিশেষ অনুসন্ধানও চালানো হয়েছে। কোন এলাকায় কত চুরি চুরি হয়েছে, ইসিএলের পক্ষ থেকে সেই সংক্রান্ত তথ্য পেয়েছে সিআইডি। সেইসব তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করা হয়েছে। ঘুম উড়েছে চুরি চোরাকারবারিদের।

কয়লা চোরাচালান নিয়ে অণ্ডাল থানায় একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতেই তদন্তে নামে সিআইডি। পাঁচজনকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছেন সিআইডি আধিকারিকেরা। ২১ জুলাই অনুসন্ধান চালিয়ে বিপুল পরিমাণ কয়লা লুটের হদিশ পেয়েছে সিবিআই। সূত্রের খবর, ইতিমধ্যেই একাধিক প্রভাবশালীকে জেরা করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাজ্যের গোয়েন্দারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen