অকালে প্রয়াত CID-র ‘ফ্রেডরিক্স’ দীনেশ ফাডনিস

শেঠি শেয়ার করেছেন যে দীনেশ ‘মাল্টি অর্গান ফেলিওর’-এর কারণে মারা গেছেন।

December 5, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
অকালে প্রয়াত CID-র ‘ফ্রেডরিক্স’ দীনেশ ফাডনিস

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান সিআইডি-তে ফ্রেডরিক্সের ভূমিকায় অভিনয়ের জন্য জনপ্রিয় অভিনেতা দীনেশ ফাডনিস মঙ্গলবার ৫৭ বছর বয়সে মারা গেছেন। তাঁর সিআইডি সহ-অভিনেতা দয়ানন্দ শেঠি, যিনি শোতে দয়া-র চরিত্রে অভিনয় করেছেন, তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রাত ১২.০৮ মিনিটে দীনেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।” অভিনেতা মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শেঠি শেয়ার করেছেন যে দীনেশ ‘মাল্টি অর্গান ফেলিওর’-এর কারণে মারা গেছেন। তিনি বলেন, দীনেশের অনেক জটিলতা ছিল এবং গতকাল রাতে তাকে ভেন্টিলেটর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে, জানা গেছে যে দীনেশ রবিবার হৃদরোগে আক্রান্ত হয়েছিল, যার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে, শেঠি নিশ্চিত করেছেন যে এটি কার্ডিয়াক অ্যারেস্ট নয় কিন্তু লিভারের ক্ষতি হয়েছে।

দীনেশ ১৯৯৮-এ শুরু হওয়া দীর্ঘদিন ধরে চলা টিভি শো সিআইডিতে ফ্রেডরিক্সের ভূমিকায় অভিনয় করার পর একটি ঘরোয়া নাম হয়ে ওঠেন , এই শো-টি সনি টিভিতে বিশ বছর ধরে চলেছিল। তিনি জনপ্রিয় সিটকম তারক মেহতা কা উল্টা চশমা-তেও উপস্থিত ছিলেন এবং সুপার ৩০ এবং সরফারোশের মতো চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen