ছ’বছর মাত্র আটজনকে নাগরিকত্ব! BJP-র আরও এক জুমলা CAA?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৪: বাংলায় SIR-এ কারও নাম বাদ পড়লেও কোনও সমস্যা নেই। একবার ভোট দিতে পারবেন না। ফের নাগরিকত্ব দেওয়া হবে, CAA আছে! চিন্তা কী? এমনই দাবি বিজেপির। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আবারও নাগরিকত্বের টোপ দিচ্ছে বঙ্গ বিজেপি? নজর মতুয়া ভোটে। CAA শিবির চলছে দিকে দিকে। খোদ কেন্দ্রের সরকারি পরিসংখ্যানই CAA নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।
২০১৯ সালে CAA আইন হয়। যদিও রুলস জারি করতে আরও পাঁচ বছর কাটিয়ে দেয় কেন্দ্র। লোকসভা ভোটের মুখে জারি হয় রুলস। কিন্তু তারপরও CAA নিয়ে ধোঁয়াশা কাটায়নি মোদী সরকার।
ছ’বছর আগে কার্যকর হওয়া CAA-র অধীনে বাংলায় স্বরাষ্ট্র মন্ত্রক এখনও পর্যন্ত মাত্র আটজনকে নাগরিকত্ব দিয়েছে। তাও মাত্র এক বছর আগে।
সূত্রের খবর, বাংলা থেকে ৩২ হাজারের বেশি নাগরিকত্ব পাওয়ার আবেদন জমা পড়েছে। কিন্তু আটজন পেয়েছেন মাত্র। রাজ্য থেকে নাগরিকত্ব পাওয়া বিকাশ মণ্ডল, দেবপ্রসাদ গাইন, শান্তিলতা বিশ্বাসদের নাম প্রকাশ্যে এসেছিল। আর কোনও তথ্য জানা যায়নি। CAA-র আবেদন নিয়ে রাখঢাক কেন? বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কথায়, আবেদন করেও শংসাপত্র হাতে না-পাওয়ার ব্যাপারটা তাঁরা নাকি জানেন। এর মানে দাঁড়ায় জেনে শুনে মিথ্যাচার! বিজেপির নাগরিকত্বের টোপকে কি আর ভরসা করবেন মতুয়ারা? এসআইআর আবহে মাথাচাড়া দিচ্ছে এই প্রশ্ন।