ম্যানচেস্টার ডার্বিতে ফের সিটি ঝড়, হালান্ডের জোড়া গোল

September 15, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: ম্যানচেস্টার ডার্বি মানেই উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা আর মর্যাদার লড়াই। রবিবার সেই লড়াইয়ে ম্যানচেস্টার সিটি বিজেতা, ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিল সিটি। দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড করলেন জোড়া গোল, আর প্রথম একাদশে সুযোগ পাওয়া ফিল ফোডেনও নাম লিখিয়েছেন গোলদাতাদের তালিকায়।

ম্যাচের শুরু থেকেই সিটি আক্রমণে ঝড় তোলে। ১৮তম মিনিটে জেরেমি ডোকুর দারুণ ক্রস থেকে মাথা ছুঁয়ে গোল করেন ফোডেন। ডোকু ইউনাইটেডের রক্ষণভাগের মাঝে দারুণ ভাবে ঢুকে প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও, দ্বিতীয়বার নিখুঁতভাবে বল বাড়ান, যেটি ফোডেন উড়ে এসে গোলমুখে জড়িয়ে দেন। এতে সিটি পায় প্রথম লিড।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও তীব্র হয় সিটির আক্রমণ। ৫৩তম মিনিটে আবারও নজর কাড়েন ডোকু। লেনি ইয়োরোকে নিজের শক্তি আর গতিতে হারিয়ে বল বাড়িয়ে দেন হালান্ডকে, যিনি দারুণ ভাবে ইউনাইটেড গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডের মাথার উপর দিয়ে বল চিপ করে জালে জড়িয়ে দেন। নরওয়ের এই তারকা গত এক সপ্তাহে ক্লাব এবং জাতীয় দলের হয়ে মোট সাতটি গোল করলেন, যা তার দুর্দান্ত ফর্মের প্রমাণ।

তবে হালান্ডের গোলের খিদে তখনও শেষ হয়নি। ৬৮তম মিনিটে ইউনাইটেড মাঝমাঠে বল হারালে সেই ভুলের সুযোগ নেয় সিটি। বার্নার্দো সিলভা লম্বা পাস বাড়িয়ে দেন হালান্ডের দিকে। মাঝমাঠ থেকে দৌড়ে হ্যারি ম্যাগুয়্যারকে সহজেই পেছনে ফেলে একেবারে একা চলে যান ট্র্যাফোর্ডের দিকে এবং ঠান্ডা মাথায় গোল করেন। তার এই জোড়া গোল নিশ্চিত করে সিটির ডার্বি জয় ।

এই জয়ের ফলে পেপ গার্দিওলার দল কেবল গুরুত্বপূর্ণ তিন পয়েন্টই পায়নি, বরং শহরের রং নিজেদের করে নিয়েছে। অন্যদিকে ইউনাইটেডের জন্য এটি ছিল আরেকটি হতাশাজনক রাত, যেখানে তাদের আক্রমণভাগ ছিল সম্পূর্ণ ব্যর্থ এবং রক্ষণভাগে ছিল প্রচুর দুর্বলতা।

হালান্ড ম্যাচ শেষে বলেন, “ম্যানচেস্টার ডার্বিতে জোড়া গোল করা সবসময়ই বিশেষ। আমরা দল হিসেবে যেভাবে খেলেছি, তাতে আমি গর্বিত।”
গার্দিওলাও দলের পারফরম্যান্সে খুশি, তবে তিনি সতর্ক করে দেন যে সামনে মরশুম এখনও অনেক বাকি এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen