BREAKING আরজি করের চিকিৎসকের ধর্ষণ এবং খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রাই
আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় দোষী সাব্যস্ত করা হল অভিযুক্ত সঞ্জয় রাই। আগামী সোমবার ২০ জানুয়ারি সাজা ঘোষণা হবে। শনিবার শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাসে বহু প্রতীক্ষিত এই মামলার রায়দান হয়, ঘটনা ঘটার ১৬২ দিন ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় দোষী সাব্যস্ত করা হল অভিযুক্ত সঞ্জয় রাই। আগামী সোমবার ২০ জানুয়ারি সাজা ঘোষণা হবে। শনিবার শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাসে বহু প্রতীক্ষিত এই মামলার রায়দান হয়, ঘটনা ঘটার ১৬২ দিন ।
গত বছরের ৯ আগস্ট, হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয় তাঁকে। তদন্তে নামে কলকাতা পুলিশ। ১০ আগস্ট এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে গ্রেপ্তার করা হয়।
গত ১৩ আগস্ট CBI তদন্তের নির্দেশ দেয় আদালত।