মোদীরাজ্য গুজরাতে স্কুলের ভিতরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, অধরা অভিযুক্ত

November 23, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৫: খোদ মোদী, অমিত শাহের রাজ্য গুজরাতে স্কুলের ভিতরে গণধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী। অভিযোগ, মেহসানার বিজাপুরে স্কুলের বাগানে টেনে নিয়ে গিয়ে ৭ বছর বয়সী ছাত্রীকে এক যুবক অজ্ঞান করার ইঞ্জেকশন দেন। তার পর দু’বার ধর্ষণ করেন ওই ছাত্রীকে।

জানা যাচ্ছে, ১৯ নভেম্বর অভিযুক্ত যুবক ওই ছাত্রীকে স্কুলের বাগানে নিয়ে গিয়ে নির্যাতন করেন। এ’কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ২০ নভেম্বর অভিযুক্ত যুবক ফের ছাত্রীকে বাগানে টেনে নিয়ে যান এবং তাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দেন। তার পর তাকে ধর্ষণ করা হয়। ভয়ে কাউকে কিছু বলেনি ছাত্রীটি। মা-বাবা জানতে চাইলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

ছাত্রীর বাবা বিজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে। শিশুটিকে কীসের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তা জানতে মেডিক্যাল পরীক্ষা করাবে পুলিশ। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে পকসো আইনে (POCSO Act) মামলা দায়ের হয়েছে। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত এখনও অধরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen