নাবালিকার বিয়ে রুখতে সচেতনতার বার্তা কাঁথির দেশপ্রাণ ব্লকের পুজো মণ্ডপে

‘দিলে শিক্ষা নিলে যত্ন, কন্যা হবে কন্যারত্ন’। এটাই এবার কাঁথির দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর বাজারের স্বদেশভূমি ক্লাবের ১৪তম বর্ষের পুজোর থিম। মণ্ডপে বিয়েবাড়ির চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে।

October 8, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘দিলে শিক্ষা নিলে যত্ন, কন্যা হবে কন্যারত্ন’। এটাই এবার কাঁথির দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর বাজারের স্বদেশভূমি ক্লাবের ১৪তম বর্ষের পুজোর থিম। মণ্ডপে বিয়েবাড়ির চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে।

যেখানে অনেকগুলি স্টল রয়েছে। স্টলগুলির এক-একটিতে বিয়ের ভূরিভোজ, বেদিতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। বিয়ের দানসামগ্রী ভর্তি। বিডিও পুলিস নিয়ে বিয়ে বন্ধ করার জন্য উপস্থিত হয়েছেন। তারপর উদ্ধার হওয়া নববধূকে নাবালিকাকে হোমে পাঠানো হচ্ছে। এভাবেই নাবালিকা বিয়ে বন্ধ করার ঘটনাপ্রবাহ তুলে ধরা হচ্ছে। বিষয়বস্তুকে ফুটিয়ে তোলার জন্য প্রচুর মাটির মূর্তি তৈরির কাজ চলছে। ক্লাবের এক কর্মকর্তা বলেন, নাবালিকা কন্যার বিয়ে বন্ধ করতে সমাজকে সচেতন করতে এই প্রয়াস। সরকার কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের মাধ্যমে নাবালিকা বিয়ে বন্ধ করতে নানা উদ্যোগ নিচ্ছে। তবুও সরকারের একার পক্ষে নাবালিকা বিয়ে ঠেকানো অসম্ভব। ক্লাবগুলিরও সমাজ সংস্কারে ভূমিকা থাকা উচিত। উৎসবের মাধ্যমে আমরা বিষয়টি তুলে ধরছি।

ব্লকেরই মির্জাপুর সম্মিলিত যুবগোষ্ঠী ক্লাব নবদুর্গা অর্থাৎ মায়ের ন’টি রূপের আরাধনায় ব্রতী হয়। পুজো এবার ৪৯তম বর্ষে পা দিল। আবার পাশেই মির্জাপুর স্পোর্টিং ইউনিয়ন ক্লাব পঞ্চদুর্গার আরাধনায় মাতবে। সম্মিলিত যুবগোষ্ঠীর সম্পাদক নবকুমার দাস বলেন, প্রতিপদ থেকে নবদুর্গার পুজো শুরু হয়ে যায়। দশমী পর্যন্ত নানা অনুষ্ঠান চলে। মূল প্রতিমার তো পুজো হয়ই, পালা করে ন’দিনে ন’টি রূপের পুজো হয়। পঞ্চদুর্গা অর্থাৎ মায়ের প্রথম পাঁচটি রূপের পুজো হয়। এছাড়াও দারিয়াপুরের দৌলতপুর যুগান্তর সঙ্ঘ, মুকুন্দপুর সমন্বয় ক্লাব, মুকুন্দপুর আনন্দময়ী সঙ্ঘ, বসন্তিয়া ব্রাইট ফিউচার ক্লাব, বসন্তিয়া সাইক্লোন ক্লাব, পশ্চিম মহম্মদপুর নেতাজি ক্লাবের পুজো বিশেষ উল্লেখযোগ্য। রয়েছে শিকদারচক অভিযাত্রী ক্লাব, শ্যামচক বাজার সর্বজনীন, ঢোলমারি বাজার সর্বজনীন, উত্তর ডিহি মুকুন্দপুর শিবশক্তি সঙ্ঘ, চৌধুরীবাড় সর্বজনীন, গোপালচক সর্বজনীন, সফিয়াবাদ সর্বজনীন, আলাদারপুট মিলনী সঙ্ঘ, দক্ষিণ পাইকবাড় দুর্গোৎসব কমিটি, অযোধ্যাপুর প্রিন্স ক্লাব, ফুলেশ্বর-দুরমুঠ সাগরদূত ক্লাবের পুজোও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen