SSKM-র সাফল্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ‘Get-together’-র জন্য ১০ লক্ষ টাকা উপহার মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৪: কলকাতার এসএসকেএম হাসপাতাল ব্রিকস নেটওয়ার্কে (BRICS network) জায়গা করে নিল এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার নতুন দিক উন্মোচিত হল। মঙ্গলবার নবনির্মিত উডবার্ন-২ ‘অনন্য’ ভবনের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee ) হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লাখ টাকার আর্থিক উপহার ঘোষণা করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ‘গেট টুগেদার’ আয়োজনের আহ্বান জানালেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আপনাদের জন্য আমাদের একটা ছোট্ট কনট্রিবিউশন — যাতে সবাই মিলে একটা গেট-টুগেদার করতে পারেন, আড্ডা মারতে পারেন, মনটা একটু রিল্যাক্স করতে পারেন। টেনশন ফ্রি হওয়াটাও তো দরকার।” হাসপাতাল সূত্রে জানা গেছে, এই সুখবরের অপেক্ষায় গত দু’মাস ধরে চিকিৎসক ও কর্মীরা অপেক্ষা করছিলেন।
ব্রিকস নেটওয়ার্কে ভারত থেকে স্বাস্থ্য খাতে মাত্র দুইটি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে, যার মধ্যে একটি পন্ডিচেরি থেকে এবং অন্যটি এসএসকেএম। এই স্বীকৃতি রাজ্যের স্বাস্থ্য খাতের মান উন্নয়নের প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও জানান, ২০১১ সালে রাজ্যের স্বাস্থ্যখাতের বাজেট ছিল ৩,৬৮৪ কোটি টাকা, যা বর্তমানে ২১,৩৫৫ কোটি টাকায় উন্নীত হয়েছে। বিনামূল্যে শিশুদের হার্ট অপারেশন, স্বাস্থ্যসাথী প্রকল্প – এগুলো সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সেবা। এছাড়া, মেডিক্লেমে জিএসটি (GST) প্রত্যাহারের প্রস্তাবও তিনি উল্লেখ করেছেন।