জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে প্রাণ হারানো রোগীদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
চিকিৎসা না-পেয়ে মৃত রোগীর পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
September 13, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লাগাতার জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে। সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করে তাঁরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। লাইভ স্ট্রিমিংয়ের বায়নাক্কায় ভেস্তে দিয়েছেন বৈঠক। বাংলাজুড়ে দিকে দিকে চিকিৎসা না-পেয়ে প্রাণ যাচ্ছে রোগীদের। চিকিৎসা না-পেয়ে মৃত রোগীর পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি লেখেন, “জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হয়েছে, যার জেরে ২৯টি প্রাণ চলে গেল। এটা খুবই দুঃখের ও দুর্ভাগ্যজনক। বিনা চিকিৎসায় মৃত রোগীদের পরিবারের জন্য রাজ্যের তরফে দু-লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে।”