রাজ্যের পুলিশ অফিসারদের জন্য নতুন ওয়েলফেয়ার ফোরাম ঘোষণা মমতার

প্রসঙ্গত, রাজ্যের WBPS-দের IPS পদে উন্নীত করতে আগ্রহী মুখ্যমন্ত্রী। এবিষয়ে কেন্দ্রের অনুমোদন মিললেই প্রক্রিয়া শুরু করা হবে।

June 23, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্য পুলিসের অফিসারদের জন্য নতুন ‘ওয়েলফেয়ার ফোরাম’ গঠন করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি এই ঘোষণা করেন। মমতা বলেন, ‘এই ফোরামে পশ্চিমবঙ্গে ক্যাডারের ৮৫ জন IPS অফিসারও থাকবেন’।

একনজরে দেখে নিন রাজ্য পুলিশের জন্য কী কী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়:

  • ছয় জন ডিএসপি (ডেপুটি পুলিশ সুপার) পদোন্নতি, এএসপি (অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার) পদোন্নতি হল। তাদের কর্মজীবনের ৮, ১৬ ও ২৫ বছর অন্তর পদোন্নতি করা হবে
  • ৬৩০ জন পুলিশ অফিসারকে আনা হল ওয়েলফেয়ার ফোরামের আওতায়
  • এবার থেকে এএসপি ও এসডিপিও-রা পাবেন বিশেষ ভাতা। এএসপি-দের জন্য মাসে ২৫০০ টাকা ও SDPO-দের জন্য মাসে ২০০০ টাকা ভাতা।
  • এছাড়া আধিকারিকরা উর্দির জন্য বছরে ১৫ হাজার টাকা করে পাবেন, যেটা আগে ছিল মাসে মাত্র ২০০ টাকা।
  • রাজ্যে নতুন করে ২০০ জন WBPS, WBCS নিয়োগ করা হবে।
  • চল্লিশোর্ধ্ব পুলিশ অফিসারদের বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা করা হবে।

প্রসঙ্গত, রাজ্যের WBPS-দের IPS পদে উন্নীত করতে আগ্রহী মুখ্যমন্ত্রী। এবিষয়ে কেন্দ্রের অনুমোদন মিললেই প্রক্রিয়া শুরু করা হবে। ২০১৯ থেকে তিনবার কেন্দ্রের কাছে অনুমতি চেয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। WBPS-দের নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণায় উচ্ছ্বসিত বাংলার পুলিশ মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen