SSKM-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটুতে সফল অস্ত্রোপচার, ফিরলেন বাড়ি

চিকিৎসার জন্য SSKM-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

July 6, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটুতে ফ্লুইড জমেছে। অস্ত্রোপচার করে তা বের করলেন এসএসকেএম-এর চিকিৎসকরা। সফল ভাবেই অস্ত্রোপচার (সার্জিকাল প্রসিডিওর) হয়েছে মুখ্যমন্ত্রীর। তবে চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে থাকলে বললেও রাজি হননি তিনি। বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ হাসপাতাল থেকে হুইলচেয়ারে বসে বাইরে বেরোন মমতা। তাঁর পর তাঁকে গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।


বৃহস্পতিবার দুপুরেই এসএসকেএম হাসপাতালে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর হাসপাতালের ইউসিএম ভবনে পৌঁছন মমতা। সেখানে তাঁর পায়ের দুটি স্ক্যান করা হয়। এরপর মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় উডবার্ন ওয়ার্ডে। সেখানে সাড়ে ১২ নম্বর কেবিনে মুখ্যমন্ত্রীকে রাখা হয়। সওয়া ২টো নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটুতে অস্ত্রোপচার শুরু হয় বলে খবর। বস্তুত এটা মাইক্রো সার্জারি। চিকিৎসকদের মতে, এই অস্ত্রোপচারের পর কদিন হাঁটাচলা খুব কম করতে হবে। এমনিতে লিগামেন্ট বা টিস্যুতে চোট পেলে মুভমেন্ট কম করতে বলেন চিকিৎসকরা।


গত সপ্তাহে উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচার সেরে হেলিকপ্টারে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপ্টার প্রবলভাবে দুলতে থাকায় সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয়। তাতেই কোমরে, হাঁটুতে চোট পান তৃণমূল সুপ্রিমো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen