‘মানবিকতাই সবার উপরে’, পার্ক স্ট্রিটে ক্রিসমাস ফেস্টিভ্যাল উদ্বোধনে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০৮: উৎসবের মরসুমে সেজে উঠেছে তিলোত্তমা। বৃহস্পতিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক ভাবে ‘কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল’-র (Christmas Festival) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বড়দিনের আগেই উৎসবের মেজাজে কলকাতাবাসীকে ভাসিয়ে দিয়ে তিনি তুলে ধরলেন সম্প্রীতি ও মানবিকতার বার্তা।
রাজ্যে মেলার সংখ্যা বৃদ্ধি ও উৎসবের জাঁকজমক নিয়ে বিরোধীদের সমালোচনার এদিন কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমার বাংলার মানুষেরা মেলা থেকে খেলা সবটাই ভালবাসে। মেলা-খেলা সারা বিশ্বকে যুক্ত করে। এটা একটা কমন ব্রিজ।” উৎসব যে সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি, এদিন তাঁর বক্তব্যে সেই বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়।
এদিন শুধু পার্ক স্ট্রিট (Park Street) নয়, রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাজ্যের আরও ১৪টি জায়গায় একযোগে বড়দিনের উৎসবের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবকে হাতিয়ার করে রাজ্যের পর্যটন শিল্পের বিকাশের কথাও শোনা যায় তাঁর গলায়। মুখ্যমন্ত্রী বলেন, “প্রচুর বিদেশি পর্যটক আমাদের রাজ্যে এসেছেন। আমি দেখতে চাই বিদেশি পর্যটক আসায় আমরা যেন দেশে এক নম্বর হতে পারি।” পাশাপাশি, বাংলাকে যারা অকারণে বদনাম বা ‘ডিফেম’ করার চেষ্টা করেন, তাঁদের প্রতিও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমরা সব ধর্ম-বর্ণকে সম্মান করি। প্রতিটা উৎসবই আমরা করি।”
পার্ক স্ট্রিটের উৎসব এবং ভিড় নিয়ন্ত্রণ নিয়ে এদিন সাধারণ মানুষের সুবিধার্থে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, উৎসব চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত। তবে বড়দিন উপলক্ষ্যে প্রবল ভিড় সামাল দিতে ২৪ ও ২৫ ডিসেম্বর অ্যালেন পার্কের সামনের রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ওই দু’দিন রাস্তাটি ‘ওয়াকিং স্ট্রিট’ (Walking Street) হিসেবে ব্যবহৃত হবে, যাতে মানুষ নির্বিঘ্নে হেঁটে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন।
রাজ্যবাসীকে আগাম বড়দিন (Christmas) ও ইংরেজি নববর্ষের (New Year) শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মানবিকতা থেকে বড় আর কিছু পৃথিবীতে নেই। সবাই ভাল থাকবেন, ভাল রাখবেন।”
এদিনের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান, মন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও আর্চ বিশপ অফ কলকাতা মোস্ট রেভারেন্ড ড. এলিয়াস ফ্র্যাঙ্ক এবং মোস্ট রেভারেন্ড ড. পরিতোষ ক্যানিং সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।