বাংলার আবাস যোজনা নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার

বাংলার আবাস যোজনা নিয়ে রাজ্যের বিজেপি নেতাদের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের তরফে রাজ্যকে জানানো হয়েছিল, আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে কেন্দ্র এই প্রকল্পে আর টাকা দেবে না।

June 27, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার, এমন অভিযোগ বার বার উঠে এসেছে শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি নেতাদের বক্তব্যে। এবার এ’বিষয়ে বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার আবাস যোজনার নাম একই থাকবে। দরকারে এই বিষয়টি নিয়ে তিনি দিল্লিতে দরবার করবেন।

সোমবার মুখ্যমন্ত্রী বর্ধমানে কৃষকবন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার অনুষ্ঠান মঞ্চ থেকে বলেন, ‘‘বাংলার বাড়ি, বাংলার সড়ক যোজনার টাকা আটকে রাখা হচ্ছে। আমি সাংসদদের একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম (দিল্লিতে), দেখি তার পর কী করছে। তা না হলে আমাকেও দিল্লি যেতে হতে পারে। এগুলোর সমাধান করতে হবে।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘যে কোনও রাজ্যে নিজের নামে বাড়ি (প্রকল্প) থাকতে পারে। গুজরাতের নাম থাকবে। উত্তর প্রদেশের নামে যদি থাকতে পারে, রাজস্থানের নামে থাকতে পারে, তা হলে বাংলার নামে থাকলে আপনাদের কিসের আপত্তি?’’

বাংলার আবাস যোজনা নিয়ে রাজ্যের বিজেপি নেতাদের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের তরফে রাজ্যকে জানানো হয়েছিল, আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে কেন্দ্র এই প্রকল্পে আর টাকা দেবে না।

কেন্দ্রের এধরনের মনোভাব নিয়েই এদিন নিজের ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বর্ধমানের অনুষ্ঠান মঞ্চে রীতিমতো হাত ঠুকে বলেন, ‘‘বাংলার বাড়ি চলবে।’’ বিজেপি’কে আক্রমণ করে তিনি বলেন, ‘‘নির্বাচনের সময় ভাগাভাগির রাজনীতি করবেন, পরে বাংলার নামটাও নিতে আপত্তি! বাংলার আবাস যোজনার টাকা দেওয়া হবে না, রাস্তার টাকা দেওয়া হবে না। ১০০ দিনের কাজের টাকা দেওয়া হবে না। আমি বারবার বাংলার কথা বলব।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen