দুর্যোগের কথা মাথায় রেখে আজ থেকে স্কুলে পুজোর ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর
September 23, 2025
|
< 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৬: দ্বিতীয়ায় জলে ভাসছে মহানগর। বিপর্যস্ত গণপরিবহণ ব্যবস্থা। প্রশাসন পুরোদমে জল নামানোর চেষ্টা চালাচ্ছে। এই আবহে দুর্যোগের কথা মাথায় রেখেই আজ থেকে স্কুলের পুজোর ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের কর্মীদের আজ বাড়িতে থাকার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, আজকের ছুটি কাউন্ট (গণ্য) হবে না।
অন্যদিকে, পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, আজ ২৩ সেপ্টেম্বরে নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।