মুখ্যমন্ত্রীর পুজোর অনুদানের জের, ক্রমশ বাড়ছে মহিলা পরিচালিত দুর্গাপুজোর সংখ্যা
চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির পুজোর তালিকা অনুযায়ী, সম্প্রতি মহিলা পুজোর সংখ্যা হাফ সেঞ্চুরি পার করে ফেলেছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০৮: বাংলার সরকারের আর্থিক সহযোগিতা কি দুর্গার আরাধনার ক্ষেত্রেও উৎসাহ বাড়াচ্ছে? চলতি বছর পুজোয় আর্থিক অনুদানের পরিমাণ বেড়েছে। তারপরই বহু মহিলা নতুন পুজো শুরু করবেন বলে আবেদন জমা করেছেন, এমনই দাবি চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির।
কমিটির কর্তাদের বক্তব্য, চুঁচুড়ায় পুজোর সংখ্যা বাড়তে চলেছে। মহিলা পরিচালিত পুজোর সংখ্যা দ্রুত সেঞ্চুরি করে ফেলবে বলে মত তাঁদের। চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির পুজোর তালিকা অনুযায়ী, সম্প্রতি মহিলা পুজোর সংখ্যা হাফ সেঞ্চুরি পার করে ফেলেছে। এর নেপথ্যে দুর্গাপুজোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আর্থিক সহযোগিতার সিদ্ধান্তকেই দায়ী করছেন অনেকে। উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে মহিলাদের পুজো আয়োজনের ক্ষেত্রে।
কমিটির কর্তাদের মতে, উৎসাহ, আগ্রহ থাকলেও পুজোর টাকা জোগাড় করার সমস্যা থেকে যায়। সে সমস্যা মিটে যাওয়ায় গত কয়েক বছরে মহিলা পুজোর সংখ্যা ব্যাপক বেড়েছে। গত বছর ৫৭টি পুজো হয়েছিল। চলতি বছর সে সংখ্যা ৬০ পেরিয়ে যাবে।এখন যা আর্থিক সাহায্য মেলে তাতে পুজোর খরচের বড় অংশ উঠে আসে। ফলে নতুন প্রজন্মের মহিলারা পুজো করার তাগিদ ফিরে পাচ্ছেন।
চুঁচুড়ার কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে প্রায় ৩০০ পুজো হয়। ২০১৯ সাল পর্যন্ত সেখানে মহিলা পরিচালিত পুজোর সংখ্যা ছিল হাতে গোনা। মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সহায়তা ঘোষণা করতেই মহিলা পরিচালিত পুজোর সংখ্যা বাড়তে থাকে। নতুন করে অনুদান বৃদ্ধির জেরে আরও বাড়ছে। চলতি বছর অন্তত পাঁচটি মহিলা পরিচালিত পুজো কেন্দ্রীয় কমিটির তালিকায় যুক্ত হওয়া প্রায় নিশ্চিত বলেই জানাচ্ছে কমিটির পদাধিকারীরা।