রাজধানীতে পৌঁছেই বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাড়িতে আলো না থাকায় বেশ কিছু ক্ষণ অন্ধকারেই থাকতে হয় মমতাকে।

November 23, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দু’দিনের সফরে সোমবার বিকেলে দিল্লি এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানীতে পৌঁছেই বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়লেন তিনি। সূত্রের খবর, বাড়িতে আলো না থাকায় বেশ কিছু ক্ষণ অন্ধকারেই থাকতে হয় মমতাকে।

দিল্লি গেলে মমতা ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, ১৮৩ নম্বর সাউথ অ্যাভেনিউয়ে। এ দিন সাড়ে চারটে নাগাদ দিল্লি বিমানবন্দরে নেমে সোজা সেখানেই চলে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পৌনে সাতটা নাগাদ আলো নিভে যায় বাড়ির। একইসঙ্গে অন্ধকার হয়ে যায় গোটা পাড়া। ওই পাড়াতেই বাস একাধিক সাংসদের। বিদ্যুৎ দপ্তর সূত্রের খবর, বিদ্যুৎ বিপর্যয়ের কারণেই সাউথ অ্যাভিনিউয়ে আলো ছিল না। বেশ কিছু ক্ষণ বিদ্যুৎহীন থাকার পর আলো আসে।

বরাবরই দিল্লি গেলে সাউথ অ্যাভেনিউতে ওঠেন মমতা। আগে তিনি উঠতেন মুকুল রায়ের সাউথ অ্যাভেনিউয়ের বাড়িতে। পরে মুকুল যখন তৃণমূল ছেড়ে বিজেপি-তে গিয়েছিলেন, তখন থেকে মমতা ওঠেন পাশেই অভিষেকের বাড়িতে। মুকুল যদিও ফের তৃণমূলে ফিরেছেন। তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে এসে এখানেই উঠেছিলেন তৃণমূল নেত্রী। অভিষেকের বাড়িতেই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল-সহ অন্যান্য নেতারা। শাবানা আজমি, জাভেদ আখতারও মমতার সঙ্গে দেখা করতে অভিষেকের ১৮৩ নম্বর সাউথ অ্যাভেনিউয়ের বাড়িতে এসেছিলেন সেই সময়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen