ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরি দিয়ে প্রতিশ্রুতি পালন করলেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার সুতির প্রশাসনিক সভায় জওয়ানের পরিবারকে ডেকে স্ত্রী শাহানাজ শেখকে চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

May 6, 2025 | 3 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ বাংলার জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরি দিয়ে প্রতিশ্রুতি পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সুতির প্রশাসনিক সভায় জওয়ানের পরিবারকে ডেকে স্ত্রী শাহানাজ শেখকে চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এছাড়া সুতির কাশিমনগরের ওয়াকফ অশান্তিতে প্রাণ হারানো এজাজ আহমেদের পরিবারের একজনকেও চাকরি দেওয়ার ঘোষণা করেছেন তিনি। এছাড়া আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে।

মুর্শিদাবাদের সভা থেকে সকলকে মিলেমিশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বিজেপি কিংবা কোনও মৌলবাদী সংগঠনের কথা শুনে প্ররোচিত হবেন না। আপনারা নিজেরা ভাগ হওয়ার থেকে আমার গলাটা দেহ থেকে ভাগ করে দিন। তাতে আমি খুশি হব।” মুখ্যমন্ত্রী বলেন, “আমি সব ধর্মকে ভালবাসি। হিংসা ছড়াতে এলে মা-বোনেরা তা রুখবেন।”

মুর্শিদাবাদে নতুন মহকুমা গঠনের ঘোষণাও করেছেন তিনি। জানিয়েছেন সুতি, ধুলিয়ান এবং ফরাক্কার মানুষদের জন্য নতুন মহকুমা অফিস গঠন করা হচ্ছে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন থেকেই হিংসা ছড়িয়েছিল মুর্শিদাবাদে। সেই জেলাতে দাঁড়িয়েই মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, “ওয়াকফ নিয়ে আমাদের এখানে কোনও প্রশ্ন নেই। এই নিয়ে আমি কিছু বলব না। ওয়াকফ নিয়ে বলার থাকলে দিল্লিতে যান। বাংলায় আমি আছি মাথায় রাখবেন।” তিনি জানান, তাঁর সরকার কোনও ধর্মেরই সম্পত্তি অধিগ্রহণের পক্ষে নয়।

বাংলায় কথা বললে ভিন্‌রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে! মুর্শিদাবাদের প্রশাসনিক সভা থেকে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এই সূত্রেই বিভিন্ন রাজ্যে কর্মরত বাংলার শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath temple, Digha ) দ্বারোদঘাটন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই দীঘার মন্দিরে জগন্নাথের বিগ্রহ তৈরিতে ব্যবহৃত নিম কাঠ নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। অভিযোগ, পুরীর জগন্নাথ মন্দিরের নিমকাঠ চুরি করে নাকি দীঘার মন্দিরের বিগ্রহ তৈরি করা হয়েছে। এ ব্যাপারে তদন্তেও নেমেছিল ওড়িশা সরকার। তবে ওড়িশা সরকারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, দীঘার মন্দিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়।

মঙ্গলবার মুর্শিদাবাদের সুতিতে প্রশাসনিক সভা থেক ওই প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, “আমাকে বলেছিল,. আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি! কী মুখে ঝামা ঘষা হল তো! যারা বলেছিলেন চুরি করেছি তারাই বলছেন, না এখান থেকে নেয়নি!”

এরপরই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “তাহলে আমরা বদনাম করলেন কেন? কত ফাইন হওয়া উচিত?” খানিক থেমে জবাবও দিয়েছেন মমতা নিজেই। মুখ্যমন্ত্রী বলেন, “এত ভাল করে মন্দির করলাম,তারপর বলছে চুরি করেছি! আগামীদিনে মানুষ কড়ায় গণ্ডায় এর হিসেব দেবে।”

মুখ্যমন্ত্রী জানান, দীঘার মন্দিরে ইতিমধ্যে ৫০০ নিম গাছ পোঁতা হয়েছে, আরও ১০০ গাছ পোঁতা হবে। মমতার কথায়, “আমার বাড়িতেও চারটে নিম গাছ আছে। তাছাড়া গাছ তো কারও কেনা নয়, আমরা অত ভিখিরি নয়, পকেটমারও নয়, জোতদারও নয়, আমরা মানুষের পাহারাদার।”

একনজরে দেখে নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য:

  • মুর্শিদাবাদ সফরে গিয়ে সে জেলায় হিংসায় ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী।
  • বাংলার বাড়ি প্রকল্পে’ ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিলেন ঘরের প্রতীকী চাবি।
  • জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধে নিহত সেনা জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাতে তুলে দিয়েছেন ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্যও।
  • মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি কিংবা কোনও মৌলবাদী সংগঠনের কথা শুনে প্ররোচিত হবেন না। আপনারা নিজেরা ভাগ হওয়ার থেকে আমার গলাটা দেহ থেকে ভাগ করে দিন। তাতে আমি খুশি হব।” আমি সব ধর্মকে ভালবাসি। হিংসা ছড়াতে এলে মা-বোনেরা তা রুখবেন।”
  • মুর্শিদাবাদে নতুন মহকুমা গঠনের ঘোষণাও করেছেন তিনি। জানিয়েছেন সুতি, ধুলিয়ান এবং ফরাক্কার মানুষদের জন্য নতুন মহকুমা অফিস গঠন করা হচ্ছে।
  • মুর্শিদাবাদে ১৭৫টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • মুখ্যমন্ত্রী বলেন, “ওয়াকফ নিয়ে আমাদের এখানে কোনও প্রশ্ন নেই। এই নিয়ে আমি কিছু বলব না। ওয়াকফ নিয়ে বলার থাকলে দিল্লিতে যান। বাংলায় আমি আছি মাথায় রাখবেন।” তিনি জানান, তাঁর সরকার কোনও ধর্মেরই সম্পত্তি অধিগ্রহণের পক্ষে নয়।
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen