বসে ললিপপ খাব, ভাববার কোনও কারণ নেই – বাংলাদেশের রিজভির বক্তব্যের কড়া জবাব মমতার

বাংলাদেশে হিন্দু নির্যাতনের আবহেই বাংলা-বিহার-ওড়িশা দখলের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেত্রী খালেদা জিয়ার দলের দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি।

December 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিএনপি নেতা রুহুল কবির রিজভির মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, যিনি পরামর্শ দিয়েছিলেন যে বাংলাদেশ ভারতের বাংলা, বিহার এবং ওড়িশার মতো রাজ্যগুলিকে সেদেশের সঙ্গে অন্তর্ভুক্ত করতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কটাক্ষ করে, প্রশ্ন করেন যে বাংলাদেশিরা যদি ভেবে থাকে যে এই ধরনের হুমকি দেওয়ার সময় ভারতীয়রা নিষ্ক্রিয় বসে থাকবে, তা নয়, বরং ভারত ঐক্যবদ্ধ থাকবে এবং দরকার হলে বলপ্রয়োগ করে তার অখণ্ডতা রক্ষা করবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান রাজনৈতিক বিনিময়ের প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই প্রতিক্রিয়া।

বাংলাদেশে হিন্দু নির্যাতনের আবহেই বাংলা-বিহার-ওড়িশা দখলের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেত্রী খালেদা জিয়ার দলের দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তাঁকে পালটা জবাব দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”যাঁরা বলছেন বাংলা-বিহার-ওড়িশা দখল করবেন, তাঁরা ভালো থাকবেন। আপনার সেই ক্ষমতাও নেই, আর ভাববার কোনও কারণ নেই যে আমরা বসে ললিপপ খাব। আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিই। আমরা সবাই সবাইকে রক্ষা করব।”

শনিবার সোশাল মিডিয়ায় বিএনপি-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভির বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়। ভারতের তীব্র বিরোধিতা করে রিজভির বলেন, ”যদি ভাবেন, হাসিনা পরবর্তী বাংলাদেশ আপনারা কবজা করে নেবেন, এমন অশুভ ইচ্ছা যদি থাকে, তাহলে আমরাও বাংলা-বিহার-ওড়িশা দাবি করব। ওটা আমাদের নবাবের এলাকা। ন্যায্য অধিকার।” স্বাভাবিকভাবেই পশ্চিম বাংলায় রিজভীর বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen