ইস্টবেঙ্গল সমস্যার সমাধান করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী

ইস্টবেঙ্গলে ইনভেস্টর হিসেবে থাকছে শ্রী সিমেন্ট। আর এর ফলে আইএসএলে খেলতে আর কোনও সমস্যা থাকল না ইস্টবেঙ্গলের

August 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শেষপর্যন্ত মিটল ইস্টবেঙ্গলের ইনভেস্টর সমস্যা। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই অবশেষে কাটল জট। ইস্টবেঙ্গলে ইনভেস্টর হিসেবে থাকছে শ্রী সিমেন্ট। আর এর ফলে আইএসএলে খেলতে আর কোনও সমস্যা থাকল না ইস্টবেঙ্গলের।

পূর্ব নির্ধারিত সময় মেনেই নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে বসেন লগ্নিকারী সংস্থা এবং ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা। সেখানেই চুক্তি সংক্রান্ত যাবতীয় জট নিয়ে আলোচনা হয়। আর তারপরই দুপক্ষের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান হয়। এরপর মুখ্যমন্ত্রী নিজেই নবান্নের সভাঘরে এসে জানিয়ে দেন, ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের যাবতীয় সমস্যা মিটে গেছে। লাল-হলুদের ইনভেস্টর হিসেবেই থাকছে হরিমোহন বাঙুরের সংস্থা। ফলে আগামী আইএসএলে খেলতে আর কোনও সমস্যা হবে না ইস্টবেঙ্গলের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen