দুর্যোগের পর দ্বিতীয়বার উত্তরবঙ্গে মমতা, উদ্ধারকাজে সাহায্যকারী আটজন নায়ককে দিলেন পুরস্কার

October 12, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। ত্রাণ, পুনর্নির্মাণ কাজ, সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার ফের উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিপদের সময় উদ্ধারকাজে সাহায্য করা ৮ জনকে এদিন পুরস্কার প্রদান করা হল।

রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি উত্তরবঙ্গে গিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। উত্তরবঙ্গের বিপদে যাঁরা কাজ করেছেন তাঁদের আলাদা করে পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। উত্তরবঙ্গে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন,‘‘যে যে জায়গাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার একটি রিপোর্ট তৈরি করে ডিএম মুখ্যসচিবের কাছে দেবে।’’ কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথায় কী প্রয়োজন, মূলত এই বিষয়গুলিই রিপোর্টে উল্লেখ থাকবে। তিনি আরও বলেন, ‘‘কিছু মানুষ, যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, তাঁরা না থাকলে অনেকেই বিপদে পড়ত, তাঁদের ৮জনকে পুরস্কৃত করা হল।’’ এদিন আলিপুরদুয়ারে গিয়ে ক্ষতিগ্রস্থ মানুষদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।

এদিন দুপুরে উত্তরবঙ্গের হাঁসিমারা সেনাছাউনিতে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর জলদাপাড়া জাতীয় উদ্যানের নীলপাড়া কমিউনিটি হলে পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্তাদের নিয়ে বিপর্যয় পরিস্থিতি মোকাবিলা নিয়ে বৈঠক করেন তিনি। সেখানেই আটজনের হাতে মুখ্যমন্ত্রী পুরস্কার তুলে দেন।

প্রশাসনিক বৈঠকের পর তিনি আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানে যান। মুখ্যমন্ত্রীকে দেখে ঘিরে ধরেন চা বাগানের মহিলা বাসিন্দারা। মানুষের ভিড়ে মিশে দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে বাসিন্দারাও সমস্যার কথা জানান। মুখ্যমন্ত্রীও মন দিয়ে তাঁদের কথা শোনেন। দ্রুত পরিস্থিতি উন্নতির আশ্বাস দেন।

এলাকার বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, শাড়ি উপহার হিসেবে মুখ্যমন্ত্রী নিয়ে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেসব স্থানীয়দের হাতে তুলে দেন। বাচ্চাদের জন্য ছিল টেডি বিয়ার ও পড়াশোনার উপকরণ। ত্রাণও দিলেন তিনি।
এরপর আলিপুরদুয়ারের মালঙ্গী টুরিস্ট লজে পৌঁছন তিনি। সেখানে রাতে থাকবেন মুখ্যমন্ত্রী। সোমবার নাগরাকাটায়, মঙ্গলবার মিরিকে যাওয়ার কথা তাঁর। বুধ, বৃহস্পতিতে দার্জিলিংয়ের একাধিক স্থান পরিদর্শন করার কথা মুখ্যমন্ত্রীর। দার্জিলিং, কালিম্পং জেলা নিয়ে প্রশাসনিক বৈঠকও করবে তিনি। শুক্রবার কলকাতায় ফিরবেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen