বহু প্রতিক্ষিত মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষিত এই ভবনটির উদ্বোধনে স্বাভাবিকভাবে খুশি কোচবিহারের বাসিন্দারা।

December 15, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

মঙ্গলবার কোচবিহারের (Cooch Behar) মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুর তিনটায় কোচবিহার বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে মেডিকেল কলেজে পৌঁছন মুখ্যমন্ত্রী। দীর্ঘ প্রতীক্ষিত এই ভবনটির উদ্বোধনে স্বাভাবিকভাবে খুশি কোচবিহারের বাসিন্দারা।

দীর্ঘদিন ধরেই কোচবিহারে একটি মেডিকেল কলেজের দাবি ছিল। সেই দাবি মেনে রাজ আমলের এমজেএন হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা হয়। তবে সেখানে পর্যাপ্ত জায়গার অভাব থাকায় বিবেকানন্দ স্ট্রিট এলাকায় পৃথকভাবে কলেজের ক্যাম্পাস গড়ার উদ্যোগ নেওয়া হয়। বেশ কয়েক বছর ধরে চলেছে সেই কাজ। গত বছর থেকে এমবিবিএসে পঠনপাঠন শুরু হয়েছে। বিবেকানন্দ স্ট্রিট এলাকার ভবনের কাজ সম্পন্ন না হওয়ায় রাজবাড়ি সংলগ্ন কোচবিহার স্টেডিয়ামে অস্থায়ীভাবে পড়াশোনা চলছিল। সম্প্রতি সেখান থেকে পঠনপাঠন প্রক্রিয়া সরিয়ে নেওয়া হয়েছে বিবেকানন্দ স্ট্রিট এলাকায়। আজ সেই নতুন ভবনটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করে এই মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে। পড়াশোনার জন্য অত্যাধুনিক ব্যবস্থা ছাড়াও অডিটোরিয়াম, ছাত্রছাত্রীদের জন্য পৃথক হস্টেল, ডাক্তার-নার্সদের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় কলেজ চত্বরে। জেলাশাসক পবন কাদিয়ানও সেখানে উপস্থিত ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen