নিম্নবিত্তদের জন্য নিউটাউনে ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ প্রকল্পের উপহার দিয়ে কেন্দ্রকে কড়া বার্তা মমতার

এদিন মুখ্যমন্ত্রী জানান, নিউটাউনে এই আবাসন তৈরির জন্য ৭ একর জমি বিনামূল্যে বরাদ্দ করেছে রাজ্য। নির্মাণে খরচ হয়েছে প্রায় ২৯০ কোটি টাকা।

July 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩২: মুখ্যমন্ত্রীর বড় উপহার! নিউটাউনের বুকে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের মাথার উপরে ছাদ পৌঁছে দিতে ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ নামে দু’টি আধুনিক আবাসন প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রকে দিলেন কড়া বার্তা! উদ্বোধনী অনুষ্ঠান থেকেই তিনি বলেন, “টাকা না দিলেও বাংলা থেমে থাকবে না। বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য নিজেই ৪৫ লক্ষ ঘর তৈরি করেছে।” একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের আর্থিক অসহযোগিতার অভিযোগ তুলে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী জানান, নিউটাউনে এই আবাসন তৈরির জন্য ৭ একর জমি বিনামূল্যে বরাদ্দ করেছে রাজ্য। নির্মাণে খরচ হয়েছে প্রায় ২৯০ কোটি টাকা। আবাসন দু’টিতে মোট ১২১০টি ফ্ল্যাট রয়েছে।

‘নিজন্ন’ প্রকল্পে থাকছে ৩০০ থেকে ৪১০ স্কোয়ার ফিটের ১ বিএইচকে ফ্ল্যাট। আর ‘সুজন্ন’ প্রকল্পে মিলবে ৬২০ থেকে ৭৩০ স্কোয়ার ফিটের ২ বিএইচকে ফ্ল্যাট। মুখ্যমন্ত্রী জানান, এই ফ্ল্যাটগুলি বাজারদরের থেকে অনেক কম দামে সাধারণ মানুষের কাছে তুলে দেওয়া হবে। বরাদ্দ হবে লটারির মাধ্যমে।

ফ্ল্যাট ছাড়াও আবাসনে আধুনিক নাগরিক সুবিধারও ব্যবস্থা করা হয়েছে। শিশুদের জন্য তৈরি হয়েছে পার্ক ‘তরন্ন’, রয়েছে ফুড কোর্ট, ক্যাফেটেরিয়া, হাঁটার জায়গা এবং পার্কিং লট ‘সুসম্পন্ন’।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বলেন, “কেন্দ্র টাকা দিচ্ছে না বলেই রাজ্য নিজস্ব তহবিল থেকে আবাসন প্রকল্পের কাজ করেছে।” পাশাপাশি তিনি জানান, রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ইতিমধ্যেই তৈরি হয়েছে ৪৫ লক্ষেরও বেশি বাড়ি।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, ভবিষ্যতেও এই ধরনের সামাজিক প্রকল্প রাজ্যজুড়ে সম্প্রসারণ করা হবে। এই আবাসন প্রকল্প শুধুমাত্র মাথার উপর ছাদ নয়, সাধারণ মানুষের মর্যাদা ও নিরাপত্তার প্রতীক হয়ে উঠবে বলেই আশাপ্রকাশ করেছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen