দার্জিলিং রাজভবনে গিয়ে ধনখড় ও হিমন্তের সঙ্গে সৌজন্য দেখালেন মমতা
দার্জিলিং রাজভবনে রাজ্যপালের আমন্ত্রনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর সঙ্গে দেখা হয় হিমন্ত বিশ্বশর্মার।

বর্ষায় পাহাড় হেভিওয়েটদের উপস্থিতিতে জমজমাট! জিটিএ’র শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে দার্জিলিংয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ’র চেয়ারম্যানের শপথের জন্য পাহাড়ে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। এরই সঙ্গে রাজ্যপালের আমন্ত্রণে বুধবার দুপুরে দার্জিলিং রাজভবনে হাজির হন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
দার্জিলিং রাজভবনে রাজ্যপালের আমন্ত্রনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর সঙ্গে দেখা হয় হিমন্ত বিশ্বশর্মার। দুই মুখ্যমন্ত্রী সৌজন্য বিনিময় করেন। একে অপরকে উত্তরীয়ও পরিয়ে দেন। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, ‘‘পাশাপাশি রাজ্য। আমার মনে হয়, আমাদের সম্পর্ক রাখা উচিত। অনেক সময় বাংলার অনেকে অসমে থাকেন, অসমের অনেকে বাংলায় থাকেন। দুই রাজ্য সরকারের মধ্যে যোগাযোগ থাকা উচিত।’’