‘অতিথি’ ভাগবতকে ফল মিষ্টি দিয়ে আপ্যায়নের নির্দেশ মমতার, সঙ্গে দাঙ্গার সাবধানতাও
রাজনৈতিক মতাদর্শের প্রশ্নে দু’জনের মধ্যে আকাশপাতাল ফারাক।

রাজনৈতিক মতাদর্শের প্রশ্নে দু’জনের মধ্যে আকাশপাতাল ফারাক। তা সত্ত্বেও কেশিয়াড়ির ‘অতিথি’ সংঘপ্রধান মোহন ভাগবতকে ফল-মিষ্টি পাঠিয়ে সাদরে আপ্যায়নের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘অতিথিদের আপ্যায়ন করতে জানে এ সরকার। আমরা কাউকে ফেলে দিই না।’’
মঙ্গলবার সন্ধ্যায় সাংগঠনিক বৈঠকে যোগ দিতে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। কেশিয়াড়িতে তাঁর চার দিন থাকার কথা৷ ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রীও তিন দিনের সফরে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এসেছেন।
ভাগবতের খাতিরে যাতে কোনও খামতি না হয়, সে দিকে লক্ষ রাখার জন্য কেশিয়াড়ি থানার আইসি-কে নির্দেশ দেন তিনি। তাঁর সঙ্গে কথাবার্তার সময় মমতা বলেন, ‘‘কী ব্যাপার? আপনাদের এখানে নাকি আরএসএস-এর চিফ আসছেন। দেখে নেবেন, প্রশাসনের তরফে ওকে ফল- মিষ্টি পাঠাবেন৷ যাতে বুঝতে পারেন যে আমরা সবাইকে স্বাগত জানাই। ভাল করে নিরাপত্তার ব্যবস্থা করবেন।’’ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘‘আবার বেশি বাড়াবাড়ি করতে যেও না৷ দেখো যাতে দাঙ্গা না বাঁধায়।’’ কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মুকেও বিষয়টি খেয়াল রাখতে বলেন তিনি।