বাংলার দিদিকে স্বাক্ষর করা জার্সি উপহার মেসির, কী লিখলেন লিও?

লিওনেল মেসি, তাঁর স্বাক্ষর করা আর্জেন্তিনার জার্সি পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীর জন্য। সেই জার্সি পেয়ে আপ্লুত হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সমাজ মাধ্যমে লেখেন, “ফুটবল হল একটা আবেগ, যা আমার শিরায়-শিরায় আছে। পাড়ার মাঠে যে কোনও সময় বলে শট মারা প্রতিটি ব্যক্তির মতোই আমার অবস্থা। আর আজ সেই আবেগ একটা অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। কারণ আমি লিওনেল মেসির স্বাক্ষরিত একটা জার্সি পেয়েছি। ফুটবলের প্রতি যে ভালোবাসা আছে, সেটা আমাদের একসূত্রে গেঁথে দিয়েছে। আর আমাদের যুগের কিংবদন্তি তথা বলের শিল্পী মেসি তো এক অভাবনীয় প্রতিভা। বাংলা এবং সুন্দর খেলাটার মধ্যে যে অবিচ্ছেদ্য যোগসূত্র আছে, সেটার প্রতীক হল এই জার্সিটা।”

March 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
মুখ্যমন্ত্রীকে স্বাক্ষর করা জার্সি উপহার মেসির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লিওনেল মেসি, তাঁর স্বাক্ষর করা আর্জেন্তিনার জার্সি পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীর জন্য। সেই জার্সি পেয়ে আপ্লুত হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সমাজ মাধ্যমে লেখেন, “ফুটবল হল একটা আবেগ, যা আমার শিরায়-শিরায় আছে। পাড়ার মাঠে যে কোনও সময় বলে শট মারা প্রতিটি ব্যক্তির মতোই আমার অবস্থা। আর আজ সেই আবেগ একটা অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। কারণ আমি লিওনেল মেসির স্বাক্ষরিত একটা জার্সি পেয়েছি। ফুটবলের প্রতি যে ভালোবাসা আছে, সেটা আমাদের একসূত্রে গেঁথে দিয়েছে। আর আমাদের যুগের কিংবদন্তি তথা বলের শিল্পী মেসি তো এক অভাবনীয় প্রতিভা। বাংলা এবং সুন্দর খেলাটার মধ্যে যে অবিচ্ছেদ্য যোগসূত্র আছে, সেটার প্রতীক হল এই জার্সিটা।”

বুধবার, কলকাতার নবাব আলি পার্কে ‘দাওয়াত-এ-ইফতার’ অনুষ্ঠানে ফ্রেমে বাঁধিয়ে সেই জার্সি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন শতদ্রু দত্ত। সদ্যই তিনি মেসির সঙ্গে দেখা করেন। স্বাক্ষর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন লিওনেল মেসি। লিওনেল মেসি ১০ নম্বর জার্সি পরে খেলেন। সেই জার্সিই পাঠিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ম্যাডাম দিদি’ বলে উল্লেখ করেছেন মেসি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen