বাণিজ্য সম্মেলনের আগে গুরুত্বপূর্ণ বৈঠক, কত বিনিয়োগ আসার সম্ভাবনা রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

এই বৈঠকের সমস্ত দপ্তরকে ১৫ জানুয়ারির মধ্যে কোন কোন বিষয়ে নীতি-পরিকল্পনা উপস্থাপন করা হবে, তা মুখ্য সচিবকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে

January 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
বিশ্ব বাংলা বানিজ্য সম্মেলন নিয়ে রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আসন্ন বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের কথা মাথায় রেখে বুধবার নবান্নে এটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। মাস ঘুরলেই বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ সম্মেলন রয়েছে। তার আগে এই প্রস্তুতি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী।

মূলত, আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে মাথায় রেখে এই পদক্ষেপ। এই বৈঠকের সমস্ত দপ্তরকে ১৫ জানুয়ারির মধ্যে কোন কোন বিষয়ে নীতি-পরিকল্পনা উপস্থাপন করা হবে, তা মুখ্য সচিবকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যে বিনিয়োগের প্রস্তাব বিভিন্ন দপ্তরে আসার সম্ভাবনা রয়েছে, সেই সম্পর্কেও একটি রিপোর্ট তৈরি করে উপস্থাপন করতে বলা হয়েছে।

নবান্ন সূত্রের খবর, বুধবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পান্থ এবং মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বাণিজ্য সংক্রান্ত একাধিক কমিটির কো-চেয়ারম্যান, বণিকসভার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের শীর্ষ আধিকারিকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen