চিটিংবাজের পার্টি- বিজেপিকে আক্রমণ মমতার
তিনি অভিযোগ করে বলেন, ‘স্বাধীনতার পর দেশের সবদিকে এগিয়ে ছিল বাংলা। এখন সবদিক থেকে পিছিয়ে গিয়েছে। আর্থিক দুরাবস্থার জন্য দায়ী দুই সরকার।’

গতকাল বোলপুরের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস (AITC) এবং বামেদের।
তিনি অভিযোগ করে বলেন, ‘স্বাধীনতার পর দেশের সবদিকে এগিয়ে ছিল বাংলা। এখন সবদিক থেকে পিছিয়ে গিয়েছে। আর্থিক দুরাবস্থার জন্য দায়ী দুই সরকার।’
স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে কটাক্ষ করে আজ নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ‘অমিত শাহ (Amit Shah) কাল অনেক মিথ্যে কথা বলে গেছেন’। তিনি আরো বলেন, ‘আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশে এক নম্বর। রাজ্য নয়, এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকারই। কাল সাংবাদিক বৈঠকের পর প্রমাণ-সহ সব তথ্য দেব। তথ্য যাচাই না করে মনগড়া তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজনীতির জন্য বিজেপি (BJP) সবকিছু করতে পারে। বিজেপি একটা চিটিংবাজের পার্টি। বিজেপি নাগরিকদের ভাগ্য নির্ধারণ করতে পারে না। এনআরসি, এনপিআর মানব না।’