বাঙালি-অবাঙালিদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে বিজেপি, তোপ মমতার

মমতা বলেন, টাটা, বিড়লা হোক বা অন্য কেউ, কারও অসুবিধা হয়নি। তিনি বলেন, বাঙালিদের থেকে বেশি ভোট আপনারা আমাদের দিন।

January 28, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

বৃহস্পতিবার তৃণমূল ভবনে অবাঙালিদের সঙ্গে বৈঠকে গেরুয়া শিবিরকে কাঠগড়ায় তুলে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন হিন্দু-মুসলিম ছেড়ে এবার বাঙালি এবং অবাঙালিদের মধ্যে ভাগ করতে চাইছে বিজেপি। । এ দিন অবাঙালিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল (Trinamool) নেত্রী। একই সঙ্গে ‘জয় বাংলা’ ধবনি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তোলা বিতর্কের জবাবও ঘুরিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার অবাঙালিদের উদ্দেশে মমতা বলেন, ‘‘আপনারা সকলে বাংলাকে নিজের মতো ভাবুন। ‘জয় বাংলা’ বলুন।’’ এর সঙ্গেই মমতা টেনে এনেছেন রাজ্যভিত্তিক ‘অস্মিতা’র প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘আমি যখন উত্তরপ্রদেশ যাব তখন ‘জয় উত্তরপ্রদেশ’ বলব। মধ্যপ্রদেশ গেলে ‘জয় মধ্যপ্রদেশ’ বলব। বিহার গেলে ‘জয় বিহার’ বলব। আবার রাজস্থান গেলে ‘জয় রাজস্থান’ বলব। এ রাজ্যে বাঙালি এবং অবাঙালিদের মধ্যে কোনও ভেদাভেদ নেই।’’ বৈঠকে কটাক্ষের সুরে তিনি বলেন, ‘‘এখন হিন্দু-মুসলিম ছেড়ে, বিজেপি (BJP) বাঙালি-অবাঙালি ভেদাভেদ করছে। ওদের একটা সিঙারা দিয়ে দিন, আর বলুন, যাও, আর গিয়ে, খেয়ে শুয়ে পড়ো। আজ আপনাদের বেশি দায়িত্ব রয়েছে। আমি চাই, বাঙালিদের থেকেও আপনারা বাংলাকে বেশি ভোট দিন। যাতে আগামী দিন আমরাও দেখিয়ে দিতে পারি আমরা আপনাদের জন্য কী করতে পারি।’’

মমতা বলেন, টাটা, বিড়লা হোক বা অন্য কেউ, কারও অসুবিধা হয়নি। তিনি বলেন, বাঙালিদের থেকে বেশি ভোট আপনারা আমাদের দিন। আমি দেখিয়ে দিতে চাই, আমরা সবাই এক। এর পরই তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘‘আমি আপনাদের জন্যে লড়ছি। আমাকে বেইজ্জত করলে আপনাদের দায়িত্ব সেটা প্রতিরোধের।’’রাজ্য প্রশাসনেও বাঙালি এবং অবাঙালি ঐক্যের ছবিও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘আমি বিহারের রাজীব সিংহকে সিএস করেছিলাম। আমার ডিজি হরিয়ানার লোক। সচিব গোপালিকা বিহারের। রাজীব কুমার উত্তরপ্রদেশের। এঁরা আমার সঙ্গে এক পরিবার হয়ে ভাল কাজ করছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen