বাংলায় বাড়ছে দর্শনীয় স্থান, জগন্নাথ ধামের পর ‘দুর্গা অঙ্গন’ তৈরির পথে মমতা

পর্যটন দপ্তর ও হিডকো যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে। এ নিয়ে একটি ট্রাস্ট গঠন করেই নির্মাণ করা হবে ‘দুর্গা অঙ্গন’।

August 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৪: বাংলায় বাড়ছে ‘দর্শনীয় স্থান’। দিঘার জগন্নাথ ধামের পর এবার রাজ্যে তৈরি হবে ‘দুর্গা অঙ্গন’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে প্রকল্পের অনুমোদন মিলেছে। কয়েক দিনের মধ্যেই বিস্তারিত ঘোষণা হবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, পর্যটন দপ্তর ও হিডকো যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে। এ নিয়ে একটি ট্রাস্ট গঠন করেই নির্মাণ করা হবে ‘দুর্গা অঙ্গন’।

মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে। তাকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের ঘোষণা করেছিলেন।ট্রাস্টের সদস্যদের নাম পরে জানানো হবে।

মন্ত্রী জানান, ‘দুর্গা অঙ্গন’ হবে দিঘার মন্দিরের মতো একটি দর্শনীয় স্থান। এখনও বাজেট নির্ধারিত হয়নি। প্রথমে স্থান নির্বাচন করা হবে, তারপর খরচ ঘোষণা করা হবে।

সম্প্রতি দুর্গাপুরের সভায় বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, “জয় মা দুর্গা”, “জয় মা কালী”। এ বক্তব্য নিয়ে কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বলেন, “ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না।” এর পরই মঞ্চে ওঠেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন, বাংলায় তৈরি হবে ‘দুর্গা অঙ্গন’।

মমতার দাবি, মা দুর্গা আমাদের জাতীয় সম্পদ। জগন্নাথ ধামের মতোই দুর্গা অঙ্গন হবে একটি দর্শনীয় স্থান।সারা বছর পর্যটকরা সেখানে এসে দুর্গাপুজোর আবহ উপভোগ করতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen