২৭ জুলাই নতুন করে খুলতে চলেছে হিন্দুস্থান মোটরস, উদ্বোধন করবেন মমতা
এই হিন্দুস্থান মোটরসে বিড়লা গ্রুপ বছর আটেক আগে অ্যাম্বাসাডর গাড়ি উৎপাদন বন্ধ করে দেয়।
July 25, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আগামী ২৭ জুলাই ফের খুলতে চলেছে হিন্দুস্থান মোটরস কারখানা, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এখানে রেল এবং মেট্রোর ওয়াগন তৈরি হবে। এই হিন্দুস্থান মোটরসে বিড়লা গ্রুপ বছর আটেক আগে অ্যাম্বাসাডর গাড়ি উৎপাদন বন্ধ করে দেয়।
২০২০-তে শোনা গেছিল, একটি ইতালীয় সংস্থা উত্তরপাড়ার হিন্দুস্থান মোটরস কারখানা থেকে মেট্রো রেলের কোচ তৈরির পরিকল্পনা করবে। কারখানা চত্বর পরিদর্শন করেও গিয়েছিল ওই সংস্থার ভারতীয় প্রতিনিধিদল। সরকারের সঙ্গে বৈঠকের পর ঠিক হয়েছিল প্রকল্পটি হলে হিন্দমোটর থেকে পুণে বড় ট্রেলারে করে সড়কপথে নিয়ে যাওয়া হবে মেট্রোর কোচ ।