আগামী সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী, দলীয় কার্যালয় এবং নতুন বাসভবনে সাজ সাজ রব

mamata-banerjee-to-visit-delhi-in-next-week

June 5, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: রাজ্যে বিধানসভা ভোট আসন্ন। অপারেশন সিঁদুরের পর, ইতিমধ্যেই বঙ্গে আসতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখা চোখা ভাষায় আক্রমণ করেছেন তাঁরা। অপরদিকে, সিঁদুর নিয়ে রাজনীতির অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রীও৷ এই রাজনৈতিক তরজার মাঝেই এবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী।

তার আগে রাজধানীতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় এবং নতুন বাসভবনে সাজ সাজ রব। চলছে জোরকদমে কাজ। দিল্লির ২০, রাজেন্দ্রপ্রসাদ রোডে তৃণমূলের দলীয় কার্যালয়। ১৮১ সাউথ অ্যাভিনিউয়ে বাসভবন। মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগে নতুন রূপে সাজছে দুই জায়গা।

দিল্লি সফরে এসে বরাবরই ১৮১ সাউথ অ্যাভিনিউতে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় এই বাড়িতে মুকুল রায়ের নামে ছিল। মাঝে এই বাড়িটি বেশ কয়েকদিন তৃণমূলের ছিল না। বর্তমানে ফের ওই বাড়িটি তৃণমূলের দখলে আসে। বর্তমানে ওই বাড়িটির কাজ চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩ বার সাংসদ হওয়ার পর বাড়ি পরিবর্তন করেন। ১৮১ সাউথ অ্যাভিনিউয়ের পাশেই থাকেন ডায়মন্ড হারবারের সাংসদ।

২০ রাজেন্দ্র প্রসাদ রোডে, সাংসদ পার্থ ভৌমিকের বাংলোতে হচ্ছে দলীয় কার্যালয়। চলছে কাজ। সেখানে রয়েছে মোট ৪টি ঘর। একটিতে হচ্ছে তৃণমূলের কার্যালয়। আরেকটি ঘরে সাংসদের বসার জায়গা। দলের লোকসভা ও রাজ্যসভার নেতাদের বসার জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে। ওই বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পৃথক দু’টি ঘর রয়েছে। সাংবাদিক সম্মেলনের জন্য রয়েছে ব্যবস্থাপনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen