আজ দিল্লিতে পৌঁছাচ্ছেন মমতা, করতে পারেন একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক

সোমবার রাজধানীতে পৌঁছে রাতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মমতার।

November 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ, সোমবার সন্ধ্যায় দিল্লি পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের এই সফরে আগামী বুধবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। রাজ্যের কিছু আর্থিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনার কথা রয়েছে।

সোমবার রাজধানীতে পৌঁছে রাতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মমতার। মঙ্গলবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। লোকসভা ভোটের আগে বিজেপি-বিরোধী জোট নিয়ে কথা হতে পারে সনিয়া-মমতার।

বেশ কিছুদিন যাবৎ বিজেপি-বিরোধী লড়াইয়ে কংগ্রেস সম্পর্কে তৃণমূলের যে বিশ্লেষণ সামনে এসেছে, তার পরিপ্রেক্ষিতে তাঁদের সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল রয়েছে। মঙ্গলবারই কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর।

তৃতীয় বার সরকার গঠনের পরে দ্বিতীয় দিল্লি সফর সেরে আগামী বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen