৬ মে মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা

প্রথমে পাঁচ মে যাওয়ার কথা থাকলেও, সূত্রের খবর এক দিন পিছিয়েছে তাঁর সফর। যদিও সরকারিভাবে এখনও মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কিছু জানানো হয়নি।

May 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়াকফ আইনের প্রতিবাদ আন্দোলন ঘিরে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। মৃত্যু হয়েছিল তিন জনের। আগামী ৬ মে অর্থাৎ মঙ্গলবার সেই মুর্শিদাবাদে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে পাঁচ মে যাওয়ার কথা থাকলেও, সূত্রের খবর এক দিন পিছিয়েছে তাঁর সফর। যদিও সরকারিভাবে এখনও মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মে মাসের প্রথম সপ্তাহে নবাবের জেলা যাবেন তিনি। বৃহস্পতিবার সকালে জানা যায় ৫ তারিখ তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। সূচির সামান্য পরিবর্তন হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগামী ৬ তারিখ মুর্শিদাবাদে প্রশাসনিক সভা করবেন মমতা।

সুতি বিধানসভার ছাবঘাটি কে ডি বিদ্যালয় মাঠে প্রশাসনিক সভার স্থান ঠিক হয়েছে। শোনা যাচ্ছে, সফরকালে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন। রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মানুষের হাতে তুলে দেবেন। দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সামশেরগঞ্জ ও ধুলিয়ানে যাবেন। সেখানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন। মুর্শিদাবাদ অশান্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন। এই সফরেই মুখ্যমন্ত্রী একগুচ্ছ সরকারি প্রকল্প ঘোষণা করবেন বলে খবর। নিহত এজাজ আহমেদের পরিবারকেও আর্থিক সাহায্য করা হবে বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen