বাংলা ভাগের ডাকের আবহে ঐক্যের বার্তা নিয়ে আজ উত্তরে মমতা
তিন দিনের ঠাসা কর্মসূচি নিয়ে আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিন দিনের ঠাসা কর্মসূচি নিয়ে আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেই উত্তরবঙ্গ রওনা দেবেন মুখ্যমন্ত্রী। গত কয়েক সপ্তাহ ধরে টানা জেলা সফর করছেন মমতা। ইতিমধ্যেই জঙ্গলমহলের জেলাগুলিতে প্রশাসনিক বৈঠক ও দলীয় কর্মিসভা করেছেন। এবার যাচ্ছেন উত্তরবঙ্গে।
প্রসঙ্গত, এই মাসের শেষে পাহাড়ে হতে চলেছে জিটিএ নির্বাচন। শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনও রয়েছে। এই নির্বাচনের আগে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বল যোগাবে মমতার সফর। পাশাপাশি, আর কয়েক মাস পরেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে সংগঠনের হাল সরেজমিনে খতিয়ে দেখছেন তিনি।
নবান্ন সূত্রে খবর, আজ দুপুরে বাগডোগরা থেকে হেলিকপ্টারে হাসিমারা এয়ারফোর্স স্টেশনে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। রাতে মালঙ্গী ফরেস্ট টুরিস্ট লজে থাকবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কর্মীসভা করবেন। বুধবার আলিপুরদুয়ার জেলার সুভাষিনী ফুটবল গ্রাউন্ডে একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন। তারপর সেদিনই ফিরবেন কলকাতায়।
একদিকে বিজেপি জনপ্রতিনিধিদের বাংলা ভাগের ডাক, অন্যদিকে কেএলও-র মত জঙ্গি সংগঠনের মুখ্যমন্ত্রীকে হুমকি। এই আবহে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। ২০২১ এর নির্বাচনে উত্তরবঙ্গের চার জেলা কার্যত শূন্য হাতে ফিরিয়েছিল তৃণমূলকে। সেই ট্রেডিশন পাল্টে ফেলতে পারেন কিনা মমতা, সেটাই দেখার।