বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণ বই আকারে প্রকাশিত হতে চলেছে
২০১১ থেকে ২০২৫ পর্যন্ত মুখ্যমন্ত্রী বিধানসভায় যত বক্তব্য দিয়েছেন তার একটা সংকলন করার উদ্যোগ নিয়েছে বিধানসভার লাইব্রেরি কমিটি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৪: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) লেখা একাধিক বই ইতিমধ্যেই জনপ্রিয়। এবার টানা দেড় দশক বিধানসভায় মুখ্যমন্ত্রী যত বক্তৃতা দিয়েছেন তা বই আকারে প্রকাশ হতে চলেছে।
বিধানসভা সূত্রের খবর, ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত মুখ্যমন্ত্রী বিধানসভায় যত বক্তব্য দিয়েছেন তার একটা সংকলন করার উদ্যোগ নিয়েছে বিধানসভার লাইব্রেরি কমিটি। ইতিমধ্যে বইয়ের খসড়াও তৈরি হয়ে গেছে। শীঘ্রই মুখ্যমন্ত্রীকে দেখানো হবে ওই খসড়া। তারপরই বই আকারে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রকাশ করা হতে পারে বলে বিধানসভা সূত্রের খবর।
বিধানসভার লাইব্রেরির এমন উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। এবারের ভোটে ২১ এর চেয়ে আরও বেশি শক্তি নিয়ে পদ্মশিবির যে মাঠে নামতে চলেছে, সম্প্রতি বঙ্গ সফরে এসে সেই ইঙ্গিত স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন সভা সমাবেশ থেকে শুভেন্দুও দাবি করছেন, ২৬ সালে বাংলার ক্ষমতায় আসছে বিজেপি। এমন অবস্থায় বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বই প্রকাশের অর্থ, আদতে সরকারিভাবে মমতার ১৫ বছরের জমানার বিভিন্ন উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরা।