আজ বিশ্ব আদিবাসী দিবস উদযাপনে ঝাড়গ্রামে মমতা

লোকসভা ভোটের পর এটিই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জেলা সফর।

August 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
আজ বিশ্ব আদিবাসী দিবস উদযাপনে ঝাড়গ্রামে মমতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সূচনা করবেন। লোকসভা ভোটের পর এটিই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জেলা সফর। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রামে পৌঁছে গিয়েছেন। আজ, অনুষ্ঠানের পর তিনি কলকাতায় ফিরবেন। বেলা ১২টায় বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠান, ঝাড়গ্রাম স্টেডিয়ামে যা উদযাপিত হবে।

রাজ্যের বনমন্ত্রী এবং ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা জানিয়েছেন, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের মুখ্যমন্ত্রী। এবার ঝাড়গ্রামে রাজ্য-স্তরের কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।

জানা গিয়েছে আজকের অনুষ্ঠানে ১৫৮ টি প্রকল্পের শিলান্যাস ও ২৯৩টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম জেলার নব নির্মিত জেলা কালেক্টরেটের উদ্বোধন করবেন মমতা। উল্লেখ্য, ২০১৭ সালে ঝাড়গ্রাম জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। ঝাড়গ্রাম জেলা কালেক্টরেটের নব নির্মিত ভবনে এক ছাতার তলায় প্রশাসনের সমস্ত কার্যালয় থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen