৭৯তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

ভোটার তালিকা সংশোধনের ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দেশভাগে কষ্ট পাওয়া বাংলার মানুষ ফের নানান অছিলায় আক্রমণের মুখে পড়ছেন।

August 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:৪৮: আজ শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে ৭৯তম স্বাধীনতা দিবস। বৃহস্পতিবার দেশবাসীর উদ্দেশে এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশমাতৃকাকে শ্রদ্ধা ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, “প্রতিবারের মতো এবারও আমরা মধ্যরাতে স্বাধীনতা পালন করব। স্মরণ করব পূর্বপুরুষদের, যাঁদের কঠিন সংগ্রাম ও আত্মত্যাগে জন্মেছে এই স্বাধীন দেশ। স্বাধীনতা আন্দোলনের পুরোভাগে ছিলেন বাংলার বিপ্লবীরা। ফাঁসির মঞ্চে ও আন্দামানের কারাগারে তাঁরা প্রাণ উৎসর্গ করেছেন। অথচ আজ সেই বাংলা ও বাঙালিকেই দেশের নানা প্রান্তে বিদ্বেষের শিকার হতে হচ্ছে।”

এ প্রসঙ্গে ভোটার তালিকা সংশোধনের ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দেশভাগে কষ্ট পাওয়া বাংলার মানুষ ফের নানান অছিলায় আক্রমণের মুখে পড়ছেন। ভোটার তালিকা সংশোধনের নামে তাঁদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে।

মুখ্যমন্ত্রীর মতে, এই পরিস্থিতিতে স্বাধীনতা দিবসের তাৎপর্য আরও গভীর হয়েছে। তিনি আহ্বান জানান, ঐক্যবদ্ধ হয়ে সেই সমস্ত শক্তির বিরুদ্ধে দাঁড়াতে, যারা স্বাধীনতাকে খর্ব করতে চায়। প্রতিটি নাগরিকের মর্যাদা রক্ষা করাকে কর্তব্য হিসেবে উল্লেখ করে তিনি স্বাধীনতা সংগ্রামীদের প্রতি প্রণাম জানান। শেষে তিনি বার্তা দেন— “জয় হিন্দ! বন্দেমাতরম্! জয় বাংলা!”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen