বাংলায় অনুপ্রবেশ ঘটাচ্ছে BSF, কেন্দ্রকে তোপ মমতার

এবার BSF বাংলায় অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে, দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা।

January 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অনুপ্রবেশ ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার BSF বাংলায় অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে, দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেখানেই অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, “BSF-এর সঙ্গে ষড় করে অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে। BSF অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে। আমাদের কাছে খবর আছে ইসলামপুর, সিতাই, চোপড়া এবং আরও অনেক জায়গা দিয়ে লোক ঢোকাচ্ছে BSF। BSF মেয়েদের উপর অত্যাচার করছে।”

এদিন তিনি রাজ্য পুলিশের ডিজির উদ্দেশে বলেন, ”সীমান্ত তৃণমূল বা পুলিশ পাহারা দেয় না। পাহারা দেয় বিএসএফ। আর তারাই অনুপ্রবেশে সাহায্য করছে। সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা এসে খুন করে চলে যাচ্ছে। ডিজি রাজীব কুমার এ বিষয়ে নির্দিষ্ট কিছু তথ্য পেয়েছেন, যা গুরুত্বপূর্ণ। স্থানীয় স্তরেও কিছু কিছু তথ্য মিলেছে। আমাকে সেসব তথ্য সবিস্তারে দেওয়া হোক।”

অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”বিএসএফের ভিতরের লোকজন অনুপ্রবেশে সাহায্য করছে। সীমান্ত তো পুলিশ পাহারা দেয় না। সীমান্ত পেরিয়ে এসে কেউ কেউ অপরাধমূলক কাজ করে চলে যাচ্ছে। খুনও হয়ে যাচ্ছে। আসলে এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। মালদহ, নদীয়া দিয়ে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে। এনিয়ে আমি বারবার কেন্দ্রকে বলেছি। এবার আমি বড় চিঠি লিখব।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen