কেন্দ্রের দাবি উড়িয়ে DVC-কে নিশানা করে মোদীকে দ্বিতীয় চিঠি মমতার

ভয়াবহ বন্যার কবলে বাংলা। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল ভেসে গিয়েছে।

September 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
কেন্দ্রের দাবি উড়িয়ে DVC-কে নিশানা করে মোদীকে দ্বিতীয় চিঠি মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে মোদীকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ সেপ্টেম্বর রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির উপর ক্ষোভ উগরে দিয়ে মোদীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক সেই চিঠির জবাব দিয়েছিল। জল শক্তি মন্ত্রী সিআর পাতিল দাবি করেছিলেন, রাজ্যের সম্মতি নিয়ে নাকি ডিভিসি মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ে। চিঠির জবাবে মোদীকে মমতা জানালেন, কেন্দ্রের বক্তব্য সঠিক নয়। রাজ্যের সম্মতি ছাড়াই জল ছাড়া হয় বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বাংলায় ‘ম্যান মেড বন্যা’! প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “জল শক্তি মন্ত্রকের চিঠির প্রেক্ষিতে এই চিঠি লিখছি। আপনার মন্ত্রী দাবি করেছেন, দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি-র মাধ্যমে মাইথন এবং পাঞ্চেত বাঁধ পরিচালিত হয়, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও রয়েছেন। আমি তা মানি না। কেন্দ্রীয় জল কমিশন এবং জল শক্তি মন্ত্রকই এ ক্ষেত্রে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিয়ে থাকে। কখনও কখনও রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয়। রাজ্যের অনুরোধও শোনা হয় না। শুধু তাই নয়, এবার মাত্র সাড়ে তিন ঘণ্টার নোটিশে ডিভিসি জল ছেড়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের জন্য ওই সময় পর্যাপ্ত ছিল না।”

মমতা আরও জানিয়েছেন, ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে তাঁর কথা হয়েছিল ১৬ সেপ্টেম্বর রাতে। তিনি জল না-ছাড়ার অনুরোধ করেছিলেন। তা শোনা হয়নি। রাজ্য সরকার আড়াই লক্ষ কিউসেক জল ছাড়া অনুমোদনই করেনি। রাজ্য জলের পরিমাণ কমাতে অনুরোধ করেছিল। সেই অনুরোধ শোনা হয়নি। ডিভিসি সময় মতো উত্তর দেয়নি। পরিস্থিতির আরও অবনতি হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen