২০ জুন ‘বাংলা দিবস’ পালন! উত্তরপ্রদেশ থেকে আসা চিঠি নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মমতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৪৫: উত্তর প্রদেশের রাজভবন থেকে বিশেষ সচিব একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে জানানো হয়েছে আগামী ২০ জুন উত্তর প্রদেশের রাজভবনে ‘বাংলা দিবস’ পালন করা হবে। শুধু উত্তর প্রদেশ নয়, দেশের প্রায় সব রাজ্যেই এই দিনটি পালন করা হবে। এই চিঠি দেখেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ‘বাংলা দিবস’ পালন নিয়ে শুরু থেকেই একটা সংঘাত ছিল। আর এবার চিঠি আসতেই ক্ষোভ প্রকাশ করলেন মমতা।
প্রশ্ন তুললেন, ‘বাংলা দিবস’ হিসাবে এই দিনটিকে কেন বেছে নেওয়া হল? কে তা ঠিক করে দিল? একে বাংলার প্রতি অসম্মান বলেও মনে করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘২০ জুন ‘বাংলা দিবস’ পালন করা হবে বলে উত্তরপ্রদেশের রাজভবন থেকে পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগে একটি চিঠি পাঠানো হয়েছে। ওই দিন প্রতি রাজ্যের রাজভবনেই ‘বাংলা দিবস’ পালন করা হবে। কিন্তু কে এই তারিখ ঠিক করে দিল? এই তারিখ কী ভাবে ঠিক করা হল?’’ ভারতের ইতিহাসে ২০ জুন তারিখের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে এর পর মমতা বলেন, ‘‘পরাধীন ভারতে ১৯৪৭ সালের ২০ জুন একটা আইন পাশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, বাংলা ভারতের সঙ্গে থাকবে এবং বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যাবে। কিন্তু দেশ স্বাধীন হয়েছে ওই বছরের ১৫ অগস্ট। তারও দু’মাস পর। বাংলার প্রতিষ্ঠা দিবস আপনারা ঠিক করে দেবেন? বিজেপি ইচ্ছামতো চাপিয়ে দেবে? এটা বাংলার চরম অসম্মান বলে আমরা মনে করছি।’’
উল্লেখ্য, রাজ্য সরকার আইন পাশ করে ১ বৈশাখ ‘বাংলা দিবস’ পালন করার কথা ঘোষণা করেছে। সেইমতো পালনও করা হয়েছে। কিন্তু বিজেপির শুরু থেকেই দাবি ছিল, ২০ জুন দিনটি ‘বাংলা দিবস’ হিসেবে পালন করতে হবে।