বাসের ‘চক্র রুট’! কোন কোন এলাকা পড়বে সফর-পথে?

প্রতি ট্রিপে মোট ১১ কিলোমিটার পথ অতিক্রম করবে বাস। সরকারি বাসের সর্বনিম্ন ভাড়া আট টাকা। সর্বোচ্চ ১১ টাকা।

September 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাস যাত্রীদের জন্য সুখবর, মহানগরীর বুকে চালু হল দু’টি নতুন সরকারি বাস রুট। একটি রুট হল রাজ্যের মুখ্য সচিবালয় নবান্ন থেকে বারাসত। অপর রুটের পোশাকি নাম হল, ‘সার্কুলার’ বা ‘চক্র রুট’। চক্র রুটে হাজরা থেকে কালীঘাট, আলিপুর কোর্ট, মোমিনপুর, একবালপুর, আলিপুর চিড়িয়াখানা, পিটিএস, এক্সাইড মোড় হয়ে হাজরায় এসে থামবে বাস। বাসগুলির সামনে এস-৬৮ বোর্ড ঝুলবে। প্রতি ট্রিপে মোট ১১ কিলোমিটার পথ অতিক্রম করবে বাস। সরকারি বাসের সর্বনিম্ন ভাড়া আট টাকা। সর্বোচ্চ ১১ টাকা। শহরের বুকে এই প্রথম চক্র বাস রুট চালু হল।

এতদিন বারাসত থেকে নবান্নে যাওয়ার বাস ছিল না। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সোমবার থেকে নতুন এই রুটে বাস পরিষেবা শুরু হল। রুটের পোশাকি নাম ‘ডিএস-ওয়ান’। নবান্ন থেকে বারাসত, গোটা যাত্রাপথে ৪৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে বাস। সর্বোচ্চ আটটি বাস যাত্রী পরিষেবায় থাকবে বলেও জানা গিয়েছে। বারাসত থেকে মধ্যমগ্রাম, বিরাটি মোড়, এয়ারপোর্ট, তেঘড়িয়া, বাগুইআটি, উল্টোডাঙা, বেঙ্গল কেমিক্যাল, বেলেঘাটা বিল্ডিং মোড়, চিংড়িঘাটা, সায়েন্স সিটি, পার্ক সার্কাস, এক্সাইড, পিটিএস হয়ে নবান্নে পৌঁছবে এই রুটের বাস। বারাসত থেকে ছাড়ার সম্ভাব্য সময় হল–সকাল সাতটা, সাতটা ৪৫ মিনিট, আটটা ১৫ মিনিট, আটটা ৩৫, আটটা ৫০, ন’টা ১৫, সাড়ে ন’টা এবং ১০টা। অন্যদিকে নবান্ন থেকে ছাড়ার সময়সূচি–দুপুর তিনটে, সাড়ে তিনটে, বিকেল চারটে, সাড়ে চারটে, পাঁচটা, পাঁচটা ২০, পাঁচটা ৪০ মিনিট এবং সন্ধ্যা ছ’টা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen