অনুমানের থেকেও ১৫ শতাংশ বেশি কয়লা সঙ্কট, সিঁদুরে মেঘ দেখছে ভারত

যা আশঙ্কা করা হয়েছিল, বাস্তব তার চেয়েও বেশি সঙ্কটের

May 29, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

যা আশঙ্কা করা হয়েছিল, বাস্তব তার চেয়েও বেশি সঙ্কটের। পূর্বাভাসের থেকেও ১৫ শতাংশ বেশি কয়লার চাহিদা ও জোগানের ফারাক। এর ফলে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে বিদ্যুৎ সঙ্কটের সম্ভাবনা আরও প্রকট। খোদ বিদ্যুৎ মন্ত্রকের অভ্যন্তরীণ রিপোর্টেই এই দাবি করা হল।

এই রিপোর্টে বলা হয়েছে, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতে ঘরোয়া কয়লার জোগান চাহিদার থেকে ৪ কোটি ৪৫ লক্ষ টন কম হতে পারে। পূর্বাভাসের থেকেও তা ১৫ শতাংশ বেশি। এর কারণ, চাহিদা বৃদ্ধি সত্ত্বেও বেশ কিছু খনিতে উৎপাদন কমার আশঙ্কা। ভারতে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির হার ৩৮ বছরের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব বাজারে কয়লার দাম আকাশছোঁয়া।

এই সঙ্কটের মহয়েই ভারতে কয়লা উৎপাদনের দৈন্য দশা ভাবাচ্ছে সকলকে। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের রিপোর্ট বলেছে, বিদ্যুৎ মাশুল লাফিয়ে বাড়তে চলেছে। এই জোড়া ধাক্কায় ভারতের ২০২২-২৩ সালের আর্থিক ঘাটতি জিডিপির প্রায় ১০ শতাংশ ছুঁয়ে ফেলতে পারে বলেই আন্তর্জাতিক অর্থভাণ্ডার মনে করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen