বকেয়া টাকা না দিলে কেন্দ্রকে কয়লা সরবরাহ বন্ধের হুঁশিয়ারি ঝাড়খন্ডের

কয়লা সহ বিভিন্ন খাতে কেন্দ্রের কাছে বকেয়া প্রায় ১.৩৬ লাখ কোটি টাকা।

March 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কয়লা সহ বিভিন্ন খাতে কেন্দ্রের কাছে বকেয়া প্রায় ১.৩৬ লাখ কোটি টাকা। এবার তার নিরিখে ঝাড়খণ্ড সরকার সাফ জানিয়ে দিয়েছে বকেয়া টাকা না মেটালে কয়লা সরবরাহ বন্ধ করে দেব। এভাবেই একেবারে কড়া হুঁশিয়ারি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। শুক্রবার বাজেট সেশনের শেষ পর্যায়ে এনিয়ে মুখ খোলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় কয়লামন্ত্রীকে তিনি এনিয়ে চিঠিও দিয়েছিলেন। এবার শনিবার সেই চিঠিই প্রকাশ্যে আনলেন তিনি। বার বার কেন্দ্রীয় মন্ত্রক ও নীতি আয়োগকে বলার পরেও কোনও কাজ হচ্ছে না বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্য সরকার ১.৩৬ লাখ কোটি টাকা পায় কেন্দ্রের কাছ থেকে। এট পাওয়া আমাদের অধিকার। আমাদের অবশ্যই এটা দিতে হবে। এই টাকার অঙ্ক ক্রমশ বাড়ছে। যদি কেন্দ্রীয় সরকার এটা না দেয় তবে আমরা এটা ছিনিয়ে নেব। আমাদের অধিকারকে যদি সম্মান জানানো না হয় তবে আমরাও কয়লাখনির চারদিকে ব্যারিকেড করে দেব। বিধানসভায় জানিয়ে দেয় হেমন্ত সোরেন। অন্যদিকে কীভাবে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে ৩ হাজার কোটি টাকা কেটে নিয়েছে সেকথাও জানান তিনি।

এদিকে গত ২রা মার্চ কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সেখানে কয়লা বাবদ কত টাকা কেন্দ্রের কাছে বকেয়া আছে তা তিনি উল্লেখ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen