রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ঠাট্টার জের, আইনি নোটিশ পেলেন কপিল শর্মা

সম্ভবত কাজলকে বাঙালি বংশোদ্ভুত হিসাবে পেয়েই রবীন্দ্রনাথের একটি গানকে নিয়ে মস্করা করেন কৃষ্ণ।

November 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ঠাট্টা করার জন্য আইনি নোটিশ গেল কৌতুক-অভিনেতা কপিল শর্মার কাছে। জানা গিয়েছে, গত ১ নভেম্বর তিনি একটি আইনি নোটিশ পান। বঙ্গ ভাষা মহাসভা ফাউন্ডেশনের সভাপতি ডক্টর মণ্ডল তাঁর উকিল নৃপেন্দ্রকৃষ্ণ রায়ের মাধ্যমে নোটিশটি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে যে, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করা হয়েছে। যা ভারতে নয় সারা বিশ্বে বাঙালিদের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিকে আঘাত দিয়েছে।

দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-র নির্মাতারা বলছেন, “রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলভাবে উপস্থাপন করার কোনও উদ্দেশ্য ছিল না। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো হল একটি কমেডি প্রোগ্রাম যা সম্পূর্ণরূপে বিনোদনের উদ্দেশ্যে অনুষ্ঠিত।”
এই বিতর্ক নিয়ে সরব হয়েছিলেন বাঙালি কবি শ্রীজাত। NETFLIX-এ ‘The Great Indian Kapil Show’-এর একটি পর্বে অভিনেত্রী কাজল ও কৃতী স্যানন এসেছিলেন। পর্বের মাঝামাঝি সময়ে কপিলের এক সহশিল্পী বা কৌতুকাভিনেতা কৃষ্ণ অভিষেক উপস্থিত হন। সম্ভবত কাজলকে বাঙালি বংশোদ্ভুত হিসাবে পেয়েই রবীন্দ্রনাথের একটি গানকে নিয়ে মস্করা করেন কৃষ্ণ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen